Advertisement
Advertisement

Breaking News

WB Panchayat Election 2023

WB Panchayat Election 2023: মনোনয়নে অশান্তির পরও জেলায় জেলায় বোমা উদ্ধার, ত্রস্ত এলাকাবাসী

নানুরে প্রাথমিক স্কুলের অদূরেই উদ্ধার ড্রামভরতি বোমা।

WB Panchayat Election 2023: Bombs recovered in various places at Birbhum and Hooghly| Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:June 17, 2023 5:22 pm
  • Updated:June 17, 2023 6:25 pm  

সংবাদ প্রতিদিন ব্যুরো: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের (WB Panchayat Election 2023) মনোনয়ন শেষ। শুরু হয়েছে স্ক্রুটিনি প্রক্রিয়া। কিন্তু তারই মধ্যে ড্রামভরতি বোমা উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল দুই জায়গায়। শনিবার হুগলির (Hooghly) খানাকুলের দু’নম্বর ব্লকের নতিপুর এলাকায় স্থানীয় একটি পাট খেতের জমিতে দেখতে পায় ড্রামভরতি বোমা দেখতে পান স্থানীয় মানুষজন। সকালে বীরভূমের (Birbhum) নানুরের গ্রামে প্রাথমিক স্কুলের অদূরে উদ্ধার হল প্রচুর বোমা। প্রবল আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

খানাকুলের দু’নম্বর ব্লকের নতিপুরে বাড়ি তৃণমূলের বিদায়ী উপপ্রধানের। তার অদূরেই এক পাটখেত থেকে উদ্ধার হয়েছে ড্রামভরতি বোমা (Bombs)। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। স্থানীয়রা জানান, তাঁরা পাটখেতের জমিতে কাজ করতে গিয়েছিলেন। দেখতে পান, বেশ কিছু ড্রামভরতি জমির মধ্যে রাখা আর তা দেখেই আতঙ্কিত হয়ে পড়েন। এলাকার বেশ কয়েকজন সাধারণ মানুষ এসে ড্রামগুলির মধ্যে দেখতে পাওয়া যায় বোমা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে।

Advertisement

[আরও পড়ুন: নৃশংস! পিসির বাড়ি ঘুরতে গিয়ে পিসতুতো ভাইদের হাতে গণধর্ষণের শিকার নাবালিকা]

এই বিষয়ে বিজেপির (BJP) পক্ষ থেকে জানানো হয়, পঞ্চায়েত নির্বাচনে অশান্তি করার জন্য এলাকায় তৃণমূল জমিতে বোমা মজুদ করেছিল। শাসকদল অশান্তি করার জন্য এই চক্রান্ত বানচাল হয়েছে। যদিও তৃণমূলের দাবি, নির্বাচনে বিজেপি প্রার্থী বেশিরভাগ জায়গায় দিতে না পারার জন্য সন্ত্রাসের আশ্রয় নেওয়ার জন্য ওই বোমা জড়ো করেছিল। ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় খানাকুল থানার পুলিশ। পাট জমি থেকে ড্রামভরতি বোমা উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

[আরও পড়ুন: ISF-BJP ‘আঁতাঁত’, গোপন হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করে নওশাদকে তীব্র আক্রমণ তৃণমূলের]

অন্যদিকে, বীরভূমেও (Birbhum) একই পরিস্থিতি। শান্তিনিকেতনের লোহাগড় ও নানুরের ব্রাহ্মণখন্ড গ্রাম থেকে উদ্ধার হয়েছে এক ড্রাম তাজা বোমা। এর আগে বীরভূমের দুবরাজপুর, সাইথিঁয়ায় বোমা উদ্ধারের পর এবার নানুর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর নাগাদ পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নানুরের থুপসারা অঞ্চলের ব্রাহ্মণখন্ড গ্রামে তল্লাশি চালিয়ে মাঠের একটি পুকুরপাড়ের একটি ঝোপ থেকে এক ড্রাম তাজা বোমা উদ্ধার করে পুলিশ। কে বা কারা কী কারণে বোমা মজুদ করেছিল, তার তদন্ত শুরু হয়েছে। বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement