Advertisement
Advertisement
Panchayat Vote 2023

Panchayat Vote 2023: উলটপুরাণ! বিজেপিকে ঠেকাতে এই গ্রামে ‘মহাজোট’ সিপিএম-তৃণমূলের

কোলাঘাটে বিরল ঘটনা!

Panchayat Vote 2023: Rare alliance! TMC supports CPM candidate to defeat BJP at Kolaghat | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:June 24, 2023 3:51 pm
  • Updated:June 24, 2023 6:53 pm  

সৈকত মাইতি, তমলুক: এ যেন উলটপুরাণ। পঞ্চায়েত ভোটে (Panchayat Election) এমন নজির মেলা ভার। বিশেষত পূর্ব মেদিনীপুর জেলায়। বিজেপির হাত থেকে পঞ্চায়েত উদ্ধার করতে নির্বাচনে প্রার্থীই দিল না শাসকদল তৃণমূল (TMC)! উলটে উদারতা দেখিয়ে বাম সমর্থিত নির্দল প্রার্থীকেই সমর্থন দিচ্ছেন তাঁরা। এমনই নজিরবিহীন ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের কোলাঘাট (Kolaghat)ব্লকের কোলা ২ গ্রাম পঞ্চায়েতের বোরডাঙি গ্রামের। আম প্রতীক চিহ্ন নিয়ে দাঁড়ানো অনিন্দিতা পালকেই সমর্থন করবেন বলে জানালেন কোলাঘাট ব্লক তৃণমূলের সভাপতি অসীম মাজি। বিরল ঘটনা বইকী!

পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে তৃণমূল আলাদাভাবে প্রার্থী দিয়েছে। কিন্তু কোলাঘাটের কোলা ২ গ্রাম পঞ্চায়েতের বোরডাঙি গ্রামের ৯৬ নম্বর বুথে প্রধান লড়াই বিজেপি (BJP) বনাম বাম-তৃণমূল মহাজোটের নির্দল (Independent) প্রার্থীর মধ্যে। বোরডাঙি গ্রামের ওই বুথে গিয়ে দেখা গেল, একদিকে সারি সারি বিজেপির দলীয় পতাকা। আরেকদিকে তৃণমূলের পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রার্থীর প্রচারের ফ্লেক্সের উপর তৃণমূল ও সিপিএমের দলীয় পতাকা একসঙ্গে। এমন বিরল ছবি সহজে দেখা মিলবে কিনা সন্দেহ।

Advertisement

[আরও পড়ুন: ‘পঞ্চায়েতের হাল ফেরাও, গ্রাম বাংলায় লাল ফেরাও’, ভোট চাইতে গান বাঁধল বামেরা]

বোরডাঙি গ্রামের ৯৬ নং বুথে বিজেপির হয়ে লড়ছেন মিতা পাল। আর আম চিহ্নের প্রতীক নিয়ে লড়ছেন বাম-তৃণমূল ‘মহাজোটে’র প্রার্থী অনিন্দিতা পাল। গত পঞ্চায়েত নির্বাচনে কোলা ২ গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকলেও বোরডাঙির এই বুথটি জয়লাভ করেছিল বিজেপি। বিজেপির দাবি, তারা উন্নয়ন করেছেন বিগত পাঁচ বছরে। তাই উন্নয়নের ধারা বজায় রাখার আবেদন জানিয়ে এই নির্বাচনেও ভোট আদায়ে বাড়ি বাড়ি প্রচারে নেমেছেন বিজেপি প্রার্থী মিতা পাল।

পাশাপাশি এলাকায় অনুন্নয়নের দাবি তুলে পালটা ভোটপ্রচার শুরু করেছে বাম-তৃণমূল (CPM-TMC) জোটপ্রার্থী অনিন্দিতা পালও। তবে এই পঞ্চায়েত ভোটে কে শেষ হাসি হাসবে, তা বোঝা যাবে আগামী ১১ জুলাই, ভোটের ফলপ্রকাশের দিন। তবে তৃণমূল ও সিপিএমের এই মহাজোট যদি বিজেপির থেকে পঞ্চায়েত ছিনিয়ে নিতে সক্ষম হয়, তাহলে জেলায় তা হবে একেবারে নজিরবিহীন।

[আরও পড়ুন: পুরনোদের বৈঠকে ডাকা হয় না! অভিযোগ ময়নার TMC কর্মীদের, দ্রুত পদক্ষেপ কুণালের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement