Advertisement
Advertisement
Panchayat Vote 2023

Panchayat Vote 2023: ‘কেউ দুষ্টুমি করলে দুটো চড় মারুন’, দলের নেতাদের হয়ে ক্ষমা চাইলেন তৃণমূল নেত্রী

'ভুল বুঝবেন না', পঞ্চায়েতের প্রচারে কোচবিহারে হাত জোড় করে ক্ষমাপ্রার্থনা মমতার।

Panchayat Vote 2023: Mamata Banerjee apologized to people of Cooch Behar on behalf of TMC workers | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:June 26, 2023 2:20 pm
  • Updated:June 26, 2023 2:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবর তিনি জননেত্রী। আমজনতার জন্য তাঁর সমস্ত কাজ, মানুষের জন্য তাঁর সরকার। তাই তো তৃণমূল সরকারকে ‘মা-মাটি-মানুষ’ বলে অভিহিত করে থাকেন তিনি। আর বারবারই ফিরে যান জনতার দরবারে। এমনকী নিজের দলের কারও ভুলত্রুটির দায়িত্ব নিজের কাঁধে নিয়ে ক্ষমাপ্রার্থনা করতেও দ্বিধা নেই তাঁর। এবার পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) প্রচারে নেমেও ফের ক্ষমা চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের (Cooch Behar) প্রথম জনসভা থেকে তিনি বললেন, ”আমাদের কেউ যদি আপনাদের দুঃখ দিয়ে থাকে, তাহলে তাঁদের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ভুল বুঝবেন না যেন।”

সোমবারই প্রথম কোচবিহার থেকে পঞ্চায়েত নির্বাচনে প্রচার ময়দানে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চান্দামারির জনসভা থেকে তিনি নতজানু হলেন জনতার সামনে। হাত জোড় করে বললেন, ”কেউ যদি আপনাদের দুঃখ দিয়ে থাকে, তাহলে তাঁদের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ভুল বুঝবেন না। কেউ দুষ্টুমি করলে করলে দুটো চড় মারুন। এই অধিকার আছে আপনাদের।”

Advertisement

[আরও পড়ুন: ‘সব কেমন চলছে?’ বিদেশ থেকে বিমানবন্দরে নেমেই দেশের হালচাল নিয়ে প্রশ্ন মোদির]

বস্তুত যে কোনও নির্বাচনী প্রচারে জনসংযোগের দায়িত্ব একা কাঁধেই নিয়ে থাকেন তৃণমূল সুপ্রিমো। দলের অন্যান্য নেতানেত্রীদের যতই প্রচার ময়দানে এগিয়ে দিন, নিজে থাকেন একেবারে কেন্দ্রে। এর আগেও দেখা গিয়েছে, নির্বাচনী প্রচারে গিয়ে জনতার উদ্দেশে বলেছেন, ‘আমিই প্রার্থী, আমাকেই ভোট দিন।” কখনও বলেছেন, ”প্রার্থী কে, দেখার দরকার নেই। আপনারা ভোটটা দেবেন তৃণমূলকেই। আর আমাদের দলের কারও কোনও ভুলত্রুটি হলে, আমি ক্ষমা চাইছি। শাস্তি দিন, কিন্তু ভুল বুঝে দূরে সরে যাবেন না।” 

[আরও পড়ুন: ‘আমার আছে বুক ছেঁড়া ধন…’, মেয়ে ঋতাভরীর জন্মদিনে বিশেষ উপহার শতরূপা সান্যালের]

পঞ্চায়েতে ভোটের প্রচারেও তাঁকে প্রায় একই ভঙ্গিমায় দেখা গেল।  কোচবিহারের চান্দামারিতে তিনি হাত জোড় করেই জনতার উদ্দেশে ফের একই কথা বললেন। তাঁর দলকে যেন ভুল বোঝা না হয়। দলের কেউ দোষত্রুটি করে থাকলে তিনি তাঁদের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছেন। কিন্তু জনসমর্থনে যেন ভাটা না পড়ে। এ দেশে তাঁর মতো রাজনৈতিক ব্যক্তিত্বকে এমন ভূমিকায় বোধহয় খুব একটা দেখা যায় না।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement