Advertisement
Advertisement

Breaking News

WB Panchayat Election 2023

WB Panchayat Election 2023: ভোটগণনার মাঝেই পুনর্নির্বাচনের দাবি শুভেন্দুর! হাই কোর্টে দায়ের মামলা

বুধবার শুনানির সম্ভাবনা।

WB Panchayat Election 2023: Suvendu Adhikari pleas at Calcutta HC to repoll on 6000 booths amidst counting
Published by: Sucheta Sengupta
  • Posted:July 11, 2023 12:42 pm
  • Updated:July 11, 2023 1:24 pm  

গোবিন্দ রায়: পঞ্চায়েত ভোটের (WB Panchayat Election 2023) গণনা একেবারে মধ্যগগনে। তারই মধ্যে পুনর্নির্বাচনের দাবি তুলে ফের আদালতের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার গণনা চলাকালীনই ৬ হাজার বুথে ফের ভোটগ্রহণের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে যান তিনি। বুধবার এই মামলা-সহ একাধিক মামলার শুনানি হওয়ার সম্ভাবনা।

মঙ্গলবার শুভেন্দু অধিকারীর তরফে আইনজীবী শ্রীজীব চক্রবর্তী আদালতে বিষয়টি উল্লেখ করেন। তাঁর আবেদন মেনে মামলা দায়েরের অনুমতি দিয়েছে উচ্চ আদালত (Calcutta HC)। এদিন পঞ্চায়েত নির্বাচনে হিংসার অভিযোগ এনে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার, হাওড়ার পাঁচলা, উত্তর ২৪ পরগনার একাধিক কেন্দ্রে পুনরায় ভোট ও হিংসার অভিযোগ সামনে এনে মামলা দায়েরর আবেদন জানান প্রিয়াঙ্কা।

Advertisement

[আরও পড়ুন: মামলা করে অনুব্রতর দিল্লিযাত্রা আটকানোর চেষ্টার পুরস্কার! জয়ী শিবঠাকুরের স্ত্রী ]

হাওড়ার জয়পুরের ঘটনা সামনে এনে সিপিএমও (CPM) এদিন মামলা করেছে। সমস্ত মামলা একসঙ্গে শোনার আশ্বাস দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।  এর আগেও পঞ্চায়েত নির্বাচনের সময়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন-সহ একাধিক আবেদন নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধীরা। পরবর্তীতে ভোট বাতিলের দাবিও তোলা হয়। তবে গণনা চলাকালীন এতগুলি বুথে ফের ভোট চেয়ে শুভেন্দুর হাই কোর্টে যাওয়া বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 

[আরও পড়ুন: আগুন বাজারে দামের ঝাঁজ কমেছে লঙ্কার, সস্তার পথে সবজিও, কী বলছেন ব্যবসায়ীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement