সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) মনোনয়নের শেষ দিনে কার্যত নজিরবিহীন হিংসার ছবি দেখেছে রাজ্য। আর হিংসার কেন্দ্রে ছিল ভাঙড় (Bhangar)। সেখানে তিনজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে রাজ্যপাল কড়া বার্তা দিয়েছেন। তাঁর বিবৃতি ছিল, ‘‘গণতন্ত্রে হিংসার কোনও জায়গা নেই। এই শয়তানের খেলা শেষ হওয়া উচিত।’’ আর শুক্রবার সকালে অশান্ত ভাঙড়ে ছুটে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। ভাঙড়ে হিংসার ঘটনায় রাজ্যপাল এতটাই ‘মর্মাহত’ যে সব কর্মসূচি বাতিল করেই তিনি সেখানে গিয়েছেন। বৃহস্পতিবার অশান্তি ছড়ানো প্রতিটি জায়গায় পরিদর্শনে যান তিনি। দোভাষীর মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের পরিস্থিতির কথা বোঝার চেষ্টা করেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ ভাঙড়ে পৌঁছন রাজ্যপাল। বিজয়গঞ্জ বাজার, ভাঙড় ২ ব্লকের বিডিও অফিস, মেলার মাঠ, কাঁঠালিয়া বাজার-সহ একাধিক জায়গায় ঘুরে বেড়ান তিনি। বৃহস্পতিবার সেখানে ঠিক কী কী ঘটেছে, পোড়া দোকান, গাড়ি দেখে, তা বোঝার চেষ্টা করেন। যান ভাঙড় ২ বিডিও অফিসেও। বৃহস্পতিবার এখানেই আইএসএফ প্রার্থীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। সেসব নিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। সবিস্তারে রিপোর্ট নেন।
যে সব গ্রামে বোমা পড়েছিল, সেই সব গ্রামে ঢুকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন রাজ্যপাল। এখানে তিনি দোভাষীর সাহায্য নেন। বৃহস্পতিবার যেভাবে মুহুর্মুহু বোমা-গুলির শব্দে বারবার কেঁপে কেঁপে উঠছিল, সেই আতঙ্ক এখনও কাটেনি। স্থানীয়দের কাছ থেকে সেসব শুনে, তাঁদের পাশে থাকার আশ্বাস দেন রাজ্যপাল। প্রায় ঘণ্টাখানেক ভাঙড়ের বিভিন্ন প্রান্ত ঘুরে ফের কলকাতায় (Kolkata) ফিরে আসেন সিভি আনন্দ বোস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.