Advertisement
Advertisement

Breaking News

Panchayat Election 2023

Panchayat Election 2023: শুধু বিরোধী নয়, পঞ্চায়েতে হিংসা নিয়ে কমিশনে সাড়ে চারশো অভিযোগ তৃণমূলেরও

কেন্দ্রীয় বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়েও সরব হয়েছে রাজ্যের শাসকদল।

Panchayat Election 2023: TMC files 450 complains to EC
Published by: Paramita Paul
  • Posted:July 10, 2023 3:23 pm
  • Updated:July 10, 2023 5:16 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) নিয়ে অসন্তোষের শেষ নেই। লাগাতার অশান্তি, প্রাণহানি, বোমাবাজি, গুলিবৃষ্টি নিয়ে সরব বিরোধীরা। পালটা বিরোধীদের ষড়যন্ত্র, খুনের রাজনীতি এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে রাজ্য়ের শাসকদল তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে কেন্দ্রীয়ভাবে প্রায় সাড়ে চারশো অভিযোগ জানানো হয়েছে। যা নিসন্দেহে তাৎপর্যপূর্ণ।

পঞ্চায়েত নির্বাচনের দিন রাজ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন কয়েকশো জন। মৃতদের মধ্যে ১০ জনেরও বেশি তৃণমূল কর্মী। রাজ্যের শাসকদলের অভিযোগ, বেছে বেছে তৃণমূল কর্মীদের হত্যা করা হয়েছে। এমনকী, ভোটের পরও হিংসা চলছে। বিজেপির দুষ্কৃতীরা নিশানা করছে তৃণমূল নেতা-কর্মীদের। আবার কেন্দ্রীয় বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়েও সরব হয়েছে রাজ্যের শাসকদল।

Advertisement

[আরও পড়ুন: দৃষ্টিহীন সাজিয়ে বুথে নিয়ে গিয়ে জোর করে তৃণমূলে ভোট! পুনর্নির্বাচনে সালারে তীব্র উত্তেজনা]

তৃণমূল (TMC) সূত্রে খবর, দলের শীর্ষ নেতৃত্বের তরফেই রাজ্য নির্বাচন কমিশনে ৪৪০টি অভিযোগ দায়ের করেছে। জেলা নেতৃত্ব অবশ্য তাঁদের মতো করে আবার আলাদা অভিযোগ জানিয়েছে। ফলে পঞ্চায়েত নির্বাচন নিয়ে শুধুমাত্র বিরোধী নয়, অভিযোগের পাহাড় রয়েছে রাজ্যের শাসকদলেরও। বিরোধীদের দাবি, তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়েছে সাধারণ মানুষ। তাই জায়গায় জায়গায় তৃণমূল নেতা-কর্মীরা মার খেয়েছেন। ভোট লুট করতে এসে গণপ্রতিরোধের মুখে পড়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তা নিয়ে সরব হয়েছে তারা।

যদিও বিরোধীদের কথা মানতে নারাজ তৃণমূল। তাদের দাবি, কুৎসা ছড়াতে বিরোধীরা তৃণমূলকে টার্গেট করেছে। এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “রাজ্যে প্রায় ৬১ হাজার বুথ। সেই নিরিখে সাড়ে ৪৫০ অভিযোগ তো শতাংশের হিসেবেই আসে না। হারবে জেনেও কিছু পকেটে বিরোধীরা গন্ডগোল করেছে।”

[আরও পড়ুন: হাসপাতালেই সঙ্গমে লিপ্ত হয়ে মৃত্যু রোগীর! চাকরি গেল অভিযুক্ত নার্সের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement