ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) নিয়ে অসন্তোষের শেষ নেই। লাগাতার অশান্তি, প্রাণহানি, বোমাবাজি, গুলিবৃষ্টি নিয়ে সরব বিরোধীরা। পালটা বিরোধীদের ষড়যন্ত্র, খুনের রাজনীতি এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে রাজ্য়ের শাসকদল তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে কেন্দ্রীয়ভাবে প্রায় সাড়ে চারশো অভিযোগ জানানো হয়েছে। যা নিসন্দেহে তাৎপর্যপূর্ণ।
পঞ্চায়েত নির্বাচনের দিন রাজ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন কয়েকশো জন। মৃতদের মধ্যে ১০ জনেরও বেশি তৃণমূল কর্মী। রাজ্যের শাসকদলের অভিযোগ, বেছে বেছে তৃণমূল কর্মীদের হত্যা করা হয়েছে। এমনকী, ভোটের পরও হিংসা চলছে। বিজেপির দুষ্কৃতীরা নিশানা করছে তৃণমূল নেতা-কর্মীদের। আবার কেন্দ্রীয় বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়েও সরব হয়েছে রাজ্যের শাসকদল।
যদিও বিরোধীদের কথা মানতে নারাজ তৃণমূল। তাদের দাবি, কুৎসা ছড়াতে বিরোধীরা তৃণমূলকে টার্গেট করেছে। এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “রাজ্যে প্রায় ৬১ হাজার বুথ। সেই নিরিখে সাড়ে ৪৫০ অভিযোগ তো শতাংশের হিসেবেই আসে না। হারবে জেনেও কিছু পকেটে বিরোধীরা গন্ডগোল করেছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.