Advertisement
Advertisement

Breaking News

Panchayat Election 2023

Panchayat Election 2023: ভোটের দু’দিন আগেও দেখা নেই কেন্দ্রীয় বাহিনীর, পথ চেয়ে বসে নির্বাচন কমিশন

ভোটের দিন আদৌ বুথে বুথে বাহিনী পৌঁছাবে তো?

Panchayat Election 2023: Central force deployment still in dilemma
Published by: Subhajit Mandal
  • Posted:July 6, 2023 9:46 am
  • Updated:July 6, 2023 1:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদালতের নির্দেশ আছে। সুতরাং রাজ্যের পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) করাতে হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। অথচ আদালত যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল, বা রাজ্যে সুষ্ঠুভাবে ভোট করানোর জন্য যে পরিমাণ বাহিনীর প্রয়োজন, তার অর্ধেকই এখনও এসে পৌঁছায়নি। এখনও কেন্দ্রের পথ চেয়ে বসে রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)।

এ পর্যন্ত রাজ্যে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রের মোট ৩৩৭ কোম্পানি বাহিনী পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত বকেয়া ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসে পৌঁছয়নি। রাজ্য নির্বাচন কমিশন একটা সময় পর্যন্ত নিশ্চিত ছিল না, আদৌ এই ৪৮৫ কোম্পানি বাহিনী পাওয়া যাবে কিনা। কেন্দ্রের তরফে নাকি একটা সময় বলেও দেওয়া হয়েছিল বাড়তি বাহিনী পাঠানো সম্ভব নয়। যদিও শেষ পর্যন্ত আদালতের (Calcutta High Court) নির্দেশেই কেন্দ্র বাহিনী পাঠাতে রাজি হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়, বকেয়া ওই ৪৮৫ কোম্পানি ভোটের আগেই পাঠিয়ে দেওয়া হবে।

Advertisement

[আরও পড়ুন: পঞ্চায়েতের ফল দেখেই লোকসভার প্রস্তুতি! বঙ্গ বিজেপিকে সাত দিনের মধ্যে রিপোর্টের নির্দেশ নাড্ডার]

তারপর থেকে আজ আসছে, কাল আসবে করে ভোটের দু’দিন আগেও বাহিনী (Central force) রাজ্যে এসে পৌঁছায়নি। কমিশন বুধবার রাত অবধি নিশ্চিত ছিল না আদৌ বাহিনী এসে পৌঁছাবে কিনা। এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেছে রাজ্য নির্বাচন কমিশন। চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার এসসি বুদাকোডিকেও। সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজ্য নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হয়েছে আগামিকাল অর্থাৎ শুক্রবার রাজ্যে এসে পৌঁছবে কেন্দ্রীয় বাহিনী। ৪৮৫ কোম্পানি আসতে কিছুটা সময় লাগবে। স্বাভাবিকভাবেই রাজ্য নির্বাচন কমিশন ফাঁপরে। মাত্র এক রাতে এই বিশাল সংখ্যক বাহিনী আদৌ জেলায় জেলায় মোতায়েন সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয়ে কমিশন।

[আরও পড়ুন: পাহাড়ি রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা মেক্সিকোয়, যাত্রীবাহী বাস খাদে পড়ে মৃত ২৭]

হাই কোর্টের নির্দেশ রয়েছে, যে যে জায়গায় বাহিনী মোতায়েন করা দরকার সব জায়গায় কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ মিলিয়ে মিশিয়ে ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে সমস্যা আরও বেড়েছে। বাহিনী কখন, কোথায় এসে পৌঁছাবে তারই ঠিক নেই, রাজ্য পুলিশের বিন্যাস কীভাবে হবে, সেটা এত কম সময়ে ঠিক করা আদৌ সম্ভব হবে? ঠিক করার পর আবার মোতায়েন করা যাবে তো? সব মিলিয়ে ভোটের দু’দিন আগেও বাহিনী নিয়ে বহু সংশয়। ভোটের দিন আদৌ বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী পৌঁছাবে তো? থেকে যাচ্ছে সে প্রশ্নও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement