শ্রীজেশ।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অলিম্পিক পদক জিতেই বড় দায়িত্ব পেয়েছেন শ্রীজেশ। অবসর গ্রহণ করলেও হকি থেকে দূরে থাকছেন না তিনি। ভারতের যুব হকি দলকে কোচিং করাবেন শ্রীজেশ।
কোচিং করানোর সময়ে তিনি রাহুল দ্রাবিড়কে অনুসরণ করবেন। জাতীয় দলের সদ্য প্রাক্তন গোলকিপারকে বলতে শোনা গিয়েছে, ”আমি কোচ হতে চাই। এটাই আমার পরিকল্পনা ছিল। এখন প্রশ্ন হল কবে। অবসরের পরে পরিবারই অগ্রাধিকার পায়। আমি ওদের সঙ্গে আগে কথা বলব, যদি ওরা রাজি থাকে। স্ত্রীর কথাও শুনতে হবে। আমি জুনিয়রদের নিয়ে কাজ করতে চাই। আর এব্যাপারে আমি রাহুল দ্রাবিড়কে অনুসরণ করব। দ্রাবিড়কে উদাহরণ করে এগিয়ে যেতে চাই। একঝাঁক তরুণ প্রতিভাকে তৈরি করে তাঁদের সিনিয়র দলে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য।”
শ্রীজেশ তাঁর লক্ষ্য স্থির করে ফেলেছেন। পরপর দুবার অলিম্পিক ব্রোঞ্জ পাওয়া গোলকিপার বলছেন, ‘‘এই বছর কাজ শুরু করলে ২০২৫ সালে জুনিয়র বিশ্বকাপ রয়েছে। দুবছরের মধ্যে রয়েছে আরও একটা বিশ্বকাপ। ২০২৮ সালের মধ্যে ২০ বা ৪০টা খেলোযাড় তৈরি করতে পারব বলেই মনে হয়। ২০২৯ সালের মধ্যে ১৫-২০ জন খেলোয়াড় সিনিয়র টিমের জন্য বেছে নেওয়া যাবে।”
জাতীয় দলের হয়ে দ্রাবিড় নীরবে কাজ করে গিয়েছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে স্বপ্ন ভাঙে ভারতের। পঞ্চাশ ওভারের বিশ্বকাপে রানার্স হওয়ার পরে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত। শেষ ল্যাপে এসে সাফল্য পান দ্রাবিড়। ভারতীয় ক্রিকেটের মিস্টার ডিপেনডেবল ঠিক যেভাবে কাজ করে গিয়েছেন, খেলোয়াড় তুলেছেন, ঠিক একই ভাবে এগোতে চান শ্রীজেশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.