সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অলিম্পিকে ফের স্বপ্নভঙ্গ। শীর্ষ বাছাইয়ের কাছে হার ভারতের কুস্তিগির ঋতিকা হুডার। নিরধারিত ম্যাচে ১-১ ফলাফল হলেও অ্যাডভান্টেজের জেরে জয়ী হলেন কিরঘিজস্তানের আইপেরি মেডেট কিজি। ফলে ঋতিকার পদক জয়ের স্বপ্নে ধাক্কা।
এর আগে হাঙ্গেরির প্রতিপক্ষকে টেকনিক্যাল সুপিরিয়রিটিতে হারিয়ে ঋতিকা ওঠেন শেষ আটে। ম্যাচের ফল ছিল ভারতীয় কুস্তিগিরের পক্ষে ১২-২।
২০০৮ সালের পর প্রতিটি অলিম্পিকে কুস্তি থেকে পদক এসেছে ভারতের ঝুলিতে। মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ার দরুণ ভিনেশ ফোগাট যখন ছিটকে গেলেন, মনে হচ্ছিল এবার হয়তো কুস্তির ঝুলি শূন্য থাকবে। কিন্তু শেষবেলায় সেই শূন্যতা ঘুচিয়ে পদক এনে দিয়েছেন ২১ বছর বয়সি তরুণ কুস্তিগির আমন শেরাওয়াত। ভারতের সবচেয়ে কম বয়সি ক্রীড়াবিদ হিসাবে অলিম্পিক থেকে পদক জিতেছেন তিনি।
শুক্রবার আমনের পদক জয়ের পরে ফের আশা জাগান ভারতের কুস্তিগির। শনিবার দুপুরে হাঙ্গেরির কুস্তিগির বেরনাডেট ন্যাগিকে হারিয়ে ঋতিকা ওঠেন কোয়ার্টার ফাইনালে। প্রথম রাউন্ডে ৪-২ এগিয়ে গিয়েছিলেন ঋতিকা। ম্যাচের দ্বিতীয় রাউন্ডে আরও বেশি আগ্রাসী হয়ে ওঠেন ভারতীয় কুস্তিগির। টানা ৮ পয়েন্ট জিতে নেন। ১২-২ পয়েন্টে টেকনিক্যাল সুপিরিয়রিটিতে জিতে কোয়ার্টার ফাইনালে উঠে যান ঋতিকা। সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিল অলিম্পিকের শীর্ষ বাছাই কিরঘিজস্তানের আইপেরি মেডেট কিজি। শীর্ষ বাছাইয়ের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করেন ঋতিকা। তিনি নির্ধারিত সময়ে মাত্র ১ পয়েন্ট নিতে দেন কিজিকে। নিজেও পান ১ পয়েন্ট। কিন্তু শীর্ষ বাছাই কিজি জিতে যান অ্যাডভান্টেজের নিরিখে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.