Advertisement
Advertisement

Breaking News

Rafael Nadal

লক্ষ্য অলিম্পিক, উইম্বলডনে নাও খেলতে পারেন নাদাল

নাদাল এর আগে ২০০৮ ও ২০১০ সালে উইম্বলডনে চ‌্যাম্পিয়ন হয়েছিলেন। ২০২২ সালে শেষবার উইম্বলডনে খেলেছিলেন তিনি।

Rafael Nadal may skip wimbledon to participate in Olympics

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:May 29, 2024 9:04 pm
  • Updated:May 29, 2024 9:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফরাসি ওপেন থেকে প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন তিনি। যে রোলাঁ গারোতে একের পর এক নজির গড়েছেন, সেখানেই চতুর্থ বাছাই আলেকজান্ডার জেরেভের কাছে পরাস্ত হয়েছেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। এবং স্প‌্যানিশ কিংবদন্তির বিদায়ের সঙ্গে সঙ্গে শুরু হয়ে গিয়েছে জল্পনা।

ফরাসি ওপেনে (French Open) কী শেষ ম‌্যাচ খেলে ফেললেন নাদাল? এর উত্তর স্বয়ং নাদালও জানেন না। ম‌্যাচের পর আবেগবিহ্বল কণ্ঠে টেনিস কিংবদন্তি জানিয়েছেন, ‘আমি বলতে পারব না এটাই শেষ ম‌্যাচ কিনা। তবে যদি তা হয়ও, ব‌্যাপারটা আমি উপভোগ করেছি। এখানকার জনগণের ভালোবাসা আমার হৃদয় জুড়ে রয়েছে। সবাইকে ধন‌্যবাদ।’ তা হলে কি প‌্যারিসে শেষ ম‌্যাচ খেলে ফেললেন? এই ব‌্যাপারে তাঁর বক্তব‌্য, ‘‘একশো শতাংশ নিশ্চিত নই।’’ নাদাল একইসঙ্গে জানিয়েছেন, আসন্ন প‌্যারিস অলিম্পিকে খেলবেন। আর অলিম্পিকে স্পেনের প্রতিনিধিত্ব করার জন‌্য পরিকল্পনাও শুরু করে দিয়েছেন। স্প‌্যানিশ কিংবদন্তি অলিম্পিকে খেলার জন‌্য হয়তো উইম্বলডনে নাও খেলতে পারেন। সেই ইঙ্গিতও দিয়ে রাখলেন।

Advertisement

কারণ, অলিম্পিকের (Olympic) আগে ঘাসের কোর্টে উইম্বলডন খেলাটা ঝুঁকির হয়ে যেতে পারে। কারণ, দীর্ঘদিন ধরেই চোট-আঘাতের কবলে রয়েছেন নাদাল। কখনও পায়ের পাতা, কখনও পেটের পেশীর চোট তাঁকে ভুগিয়ে চলেছে। অলিম্পিকে খেলার স্বপ্ন সফল করতে হলে তাঁর সুস্থ থাকাটা জরুরি। সেই কারণেই হয়তো উইম্বলডন (Wimbledon) নাও খেলতে পারেন। নাদাল জানিয়েছেন, ‘‘আমি কোনও কিছুই নিশ্চিত করছি না। কিন্তু আমার মনে হয় না, উইম্বলডন খেলাটা আমার শরীর ভালোভাবে নিতে পারবে। দেখা যাক শেষপর্যন্ত কী হয়।’’ ২২টি গ্র‌্যান্ড স্ল‌্যামের মালিক উইম্বলডন না খেলার ভাবনার ব‌্যাপারেও ব‌্যাখ‌্যা দিয়েছেন। কিংবদন্তি স্প‌্যানিশ তারকা বলেন, ‘‘অলিম্পিকের ঠিক আগে উইম্বলডনে ঘাসের কোর্টে খেলাটা কঠিন হতে পারে। সেই কারণেই চিন্তাটা আসছে।’’

[আরও পড়ুন: অনুমতি দিয়েও প্রত্যাহার! ভাঙড়ের সভা বাতিলে পুলিশকে তোপ শুভেন্দুর]

নাদাল এর আগে ২০০৮ ও ২০১০ সালে উইম্বলডনে চ‌্যাম্পিয়ন হয়েছিলেন। ২০২২ সালে শেষবার উইম্বলডনে খেলেছিলেন তিনি। সেবার নিক কিরগিওসের বিরুদ্ধে সেমিফাইনালের আগে পেটের পেশীর চোটের কারণে সরে দাঁড়াতে বাধ‌্য হয়েছিলেন। আসন্ন প‌্যারিস অলিম্পিক যে তাঁর লক্ষ‌্য, ফরাসি ওপেন থেকে ছিটকে যাওয়ার পর জানিয়েছেন তিনি। বলেছেন, ‘‘এখানে হয়তো আবার দু’মাস পর ফিরব। ওটাই এখন আমার অনুপ্রেরণা। তার জন‌্য প্রস্তুতি নেব। সেরাটা জিতে চাই।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement