Advertisement
Advertisement

Breaking News

Rafael Nadal

ফরাসি ওপেনে নক্ষত্রপতন, প্রথম রাউন্ডেই বিদায় নাদালের

জেরেভের সামনে দাঁড়াতেই পারলেন না স্প্যানিশ তারকা। পরের বার ফরাসি ওপেনে কি দেখা যাবে নাদালকে?

Rafael Nadal crushes out from French Open

ফাইল ছবি।

Published by: Krishanu Mazumder
  • Posted:May 27, 2024 10:12 pm
  • Updated:May 27, 2024 10:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম রাউন্ডেই হেরে গেলেন স্পেনের তারকা রাফায়েল নাদাল (Rafael Nadal)। তাও আবার নিজের পছন্দের ফরাসি ওপেনে। সোমবার চেনা লাল সুড়কির কোর্টে আলেকজান্ডার জেরেভের কাছে স্প্যানিশ মায়েস্ত্রো থামলেন ৬-৩, ৭-৬ (৭-৫), ৬-৩-এ।
রাফায়েল নাদাল চিরচেনা লাল সুড়কির কোর্টে হার মানছেন, এ দৃশ্য বড় বেমানান। তাও আবার প্রথম রাউন্ডে! গ্র্যান্ড স্ল্যাম কেরিয়ারে এর আগে একবারই প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন। তাও আবার ২০১৩ সালের উইম্বলডনে। এবার নিজের প্রিয়, পছন্দের ফরাসি দুর্গেই শুরুতেই থেমে গেল নাদালের দৌড়।

চোটের কারণে গত বছর ফরাসি ওপেনে নামতে পারেননি নাদাল। সেই সময়ে তিনি  জানিয়েছিলেন, ২০২৪ সালের টুর্নামেন্টটাই হয়তো তাঁর শেষ ফরাসি ওপেন হবে। এদিন জেরেভের কাছে হারের পরে নাদালকে বলতে শোনা গিয়েছে, ”আমি ঠিক জানি না এটাই শেষবারের মতো কি না।”  

Advertisement

হয়তো শেষ, হয়তো নয়। তাঁর অগুনতি ভক্ত-অনুরাগীরা বলছেন, এখনই শেষের গান গেয়ো না। তিনি যতক্ষণ ছিলেন কোর্টে, ততক্ষণ ভক্তদের হৃদয়ের রাজা হয়েই ছিলেন রাফা। 
চোটআঘাতই তাঁর বড় প্রতিদ্বন্দ্বী হয়ে ধরা দিল। কখনও পায়ে চোট, কখনও পিঠের চোট নাদালকে বেগ দিয়েছে। চোট পেয়েছেন আবার ফিরেও এসেছেন।

[আরও পড়ুন: বাবার স্বপ্নপূরণ করতে মায়ের রাগ, উপহারের সঙ্গে তিরষ্কারও জুটেছিল পন্থের কপালে]

এবারের টুর্নামেন্টে তিনি ছিলেন অবাছাই। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ হিসেবে পান জেরেভকে। যাঁকে কঠিন প্রতিপক্ষ হিসেবে বলেছিলেন নাদাল। জেরেভের কাছে প্রথম সেটটা একপ্রকার দাঁড়িয়েই হেরে গেলেন। দ্বিতীয় সেটে নাদাল-সুলভ একটা কামড় বসিয়েছিলেন ঠিকই। স্প্যানিশ মায়েস্ত্রোর পাল্টা আক্রমণে জেরেভ ব্যাকফুটেও চলে গিয়েছিলেন। তবুও দ্বিতীয় সেট জিততে পারলেন না ‘বুড়ো’ নাদাল। তৃতীয় সেটেও জেরেভই প্রাধান্য দেখিয়ে গেলেন। নাদালকে আগের মতো সপ্রতিভ দেখায়নি কোর্টে। বরং তাঁকে শ্লথই দেখাচ্ছিল। ফরাসি ওপেনই তিনি জিতেছেন ১৪ বার। এদিন প্রথম রাউন্ডেই হেরে গেলেন ফাইটার। বয়সের কাছে, চোটের কাছে থেমে গেলেন রাফায়েল নাদাল। 

[আরও পড়ুন: ‘টি-টোয়েন্টির ধারণা বদলে দিয়েছ’, চোখের জল মুছে হায়দরাবাদ সাজঘরে পেপটক কাব্য মারানের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement