Advertisement
Advertisement

Breaking News

R Praggnanandhaa

কার্লসেনের পর কারুয়ানা, দুই শীর্ষ বাছাইকে হারিয়ে দাবা র‍্যাঙ্কিংয়ে প্রথম দশে প্রজ্ঞানন্দ

কার্লসেনকে হারানোর পর প্রজ্ঞানন্দের মগজাস্ত্রে ঘায়েল দাবা র‍্যাঙ্কিংয়ের দুনম্বর তারকা কারুয়ানা।

R Praggnanandhaa continued his domination in Norway Chess competition by defeating Fabiano Caruana
Published by: Arpan Das
  • Posted:June 2, 2024 1:03 pm
  • Updated:June 2, 2024 1:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কদিন আগেই রমেশবাবু প্রজ্ঞানন্দের মগজাস্ত্রে ঘায়েল হয়েছিলেন বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেন। এবার তাঁর শিকার বিশ্বের দ্বিতীয় দাবাড়ু ফ্যাবিয়ানো কারুয়ানা। নরওয়ের দাবা প্রতিযোগিতায় (Norway Chess Tournament) প্রজ্ঞানন্দ জয়ের ধারা অব্যাহত রেখে ঢুকে পড়লেন বিশ্ব র‍্যাঙ্কিংয়ের প্রথম দশে।

চলতি সপ্তাহে ধ্রুপদী দাবায় অনবদ্য ছন্দে আছেন প্রজ্ঞানন্দ (R Praggnanandhaa)। কার্লসেনকে হারানোর পর চতুর্থ রাউন্ডে আমেরিকার নাকামুরার বিরুদ্ধে হেরেছিলেন ভারতীয় প্রতিভা। কিন্তু তার পরই প্রত্যাবর্তন ঘটে ১৮ বছরের দাবাড়ুর। তাও বিশ্বের দুনম্বর তারকা কারুয়ানাকে হারিয়ে। ধ্রুপদী দাবার রাউন্ড ৫-এ প্রজ্ঞানন্দ হারান ৩১ বছরের ইতালিয়ান দাবাড়ুকে।

Advertisement

[আরও পড়ুন: শুরু হল কুড়ি-বিশের বিশ্বযুদ্ধ, কানাডার বিরুদ্ধে রেকর্ড গড়ে সহজ জয় আমেরিকার]

সেই সঙ্গে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের প্রথম দশে ঢুকে পড়লেন প্রজ্ঞানন্দ। সেই খবর নরওয়ে চেসের পক্ষ থেকে সোশাল মিডিয়ায় জানানো হয়েছে। তাঁর পয়েন্ট ৮.৫। অন্যদিকে প্রজ্ঞানন্দের দিদি বৈশালী রমেশবাবুরও জয়যাত্রা অব্যাহত রয়েছে। পিয়া ক্রামলিংয়ের মতো তারকাকে হারানোর পর তিনি হারান চিনের লেই তিংজিকে।

উল্লেখ্য, ক্লাসিক্যাল চেজ দাবার অন্যতম কঠিন ফরম্যাট। এই প্রতিযোগিতায় প্রতিটি চালের আগে প্রতিযোগীদের ভাবার জন্য বিস্তর সময় দেওয়া হয়। প্রতিটি চালের জন্য এক ঘণ্টারও বেশি সময় পান প্রতিযোগীরা। স্বাভাবিকভাবেই অভিজ্ঞ খেলোয়াড়রা এক্ষেত্রে অ্যাডভান্টেজ পান। প্রজ্ঞানন্দ যে তরুণ বয়সেই বিশ্বদাবায় একেবারে উপরের সারিতে উঠে এসেছেন এই জয় তার প্রমাণ।

[আরও পড়ুন: ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ জিতে ইতিহাস রিয়ালের, বরুশিয়াকে উড়িয়ে দুরন্ত জয় পেলেন ভিনিসিয়াসরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement