সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষবার খেতাব জিতেছিলেন ২০২২ সালের জুলাই মাসে। তার পর একের পর এক টুর্নামেন্টে নেমেও স্রেফ হতাশাই সাক্ষী হয়েছিল। অবশেষে কাটল ট্রফির খরা। সৈয়দ মোদি ইন্টারন্যাশনালে চ্যাম্পিয়ন হলেন পিভি সিন্ধু। অন্যদিকে, পুরষদের সিঙ্গলস বিভাগে ট্রফি জিতেছেন ভারতীয় তারকা লক্ষ্য সেন। মহিলাদের ডাবলস বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে তৃষা জোলি- গায়ত্রী গোপীচাঁদের জুটি।
২০২২ সালের সিঙ্গাপুর ওপেন ছিল সিন্ধুর জেতা শেষ টুর্নামেন্ট। তার পর একের পর এক চোটের সমস্যায় ভুগেছেন অলিম্পিকে জোড়া পদকজয়ী শাটলার। চোট-আঘাত কাটিয়ে বছরের শুরুতে কোর্টে ফিরেছিলেন সিন্ধু। মালয়েশিয়া মাস্টার্সের ফাইনালেও উঠেছিলেন। কিন্তু ট্রফি জেতা হয়নি। অলিম্পিকের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিতে হয় তাঁকে।
তবে সৈয়দ মোদি ইন্টারন্যাশনালের শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন সিন্ধু। ফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিলেন চিনের উ লুও ইউ। খেতাবি লড়াইয়ে তাঁকে স্ট্রেট গেমে হারিয়ে দেন সিন্ধু। ২১-১৪, ২১-১৬ ফলে ম্যাচ শেষ করেন ভারতীয় তারকা। দীর্ঘদিন পরে ট্রফি জেতার পরে উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি সিন্ধু। নিজের কোচ, সাপোর্ট স্টাফদের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লিখেছেন, “২ বছর, ৪ মাস, ১৮ দিন পরে জয়। আমার টিমই আমার গর্ব।” উল্লেখ্য, এই নিয়ে তৃতীয়বার সৈয়দ মোদি ইন্টারন্যাশনালে চ্যাম্পিয়ন হলেন সিন্ধু।
সিন্ধুর পাশাপাশি রবিবার সৈয়দ মোদি ইন্টারন্যাশনালে চ্যাম্পিয়ন হয়েছেন লক্ষ্য সেনও। অলিম্পিকে একটুর জন্য ব্রোঞ্জ পদক হাতছাড়া হয়েছিল তাঁর। তবে সেই ধাক্কা কাটিয়ে উঠেছেন তরুণ ভারতীয় শাটলার। ফাইনালে একপেশে লড়াইয়ে তিনি হারান সিঙ্গাপুরের জিয়া হেং জাসন তেহকে। লক্ষ্যর পক্ষে ফল ২১-৬, ২১-৭। এছাড়াও এই টুর্নামেন্টে মহিলাদের ডাবলস বিভাগে সেরা হয়েছেন তৃষা জোলি এবং গায়ত্রী গোপীচাঁদ। ২০২২ সালে ফাইনালে এসে হারতে হয়েছিল তাঁদের। মেনস ডাবলস এবং মিক্সড ডাবলসের ফাইনালেও উঠেছিল ভারতীয় জুটি। তবে শেষ পর্যন্ত জিতে ফিরতে পারেননি তাঁরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.