Advertisement
Advertisement

Breaking News

Paris Olympics

অধরা তৃতীয় পদক, চিনা প্রতিপক্ষের কাছে হেরে অলিম্পিক থেকে বিদায় সিন্ধুর

অলিম্পিকে ভারতের জন্য এক আশাভঙ্গের মুহূর্ত।

PV Sindhu Indian shuttler goes down in Round of 16

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:August 1, 2024 11:55 am
  • Updated:August 2, 2024 12:04 pm  

ষষ্ঠ দিনে পা দিল অলিম্পিক। প্রথম পাঁচ দিনে দুটি ব্রোঞ্জ এসেছে ভারতে। ষষ্ঠ দিনে ফের শুটিং থেকে পদক জিতলেন ভারতীয় শুটার। পুরুষদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে ব্রোঞ্জ পেলেন স্বপ্নিল কুসলে।  কিন্তু ছিটকে গিয়েছেন পিভি সিন্ধুর মতো একাধিক তারকা/ বক্সিংয়ের অন্যতম পদক সম্ভাবনা নিখাত জারিনও অলিম্পিক থেকে বিদায় নিলেন ষষ্ঠ দিনে। স্বপ্নভঙ্গ হল ব্যাডমিন্টনে সা-চি জুটির।

রাত ১১টা: অলিম্পিকে ভারতের জন্য এক আশাভঙ্গের মুহূর্ত। ব্যাডমিন্টনের রাউন্ড অফ ১৬-এর ম্যাচে হেরে বিদায় নিলেন পি ভি সিন্ধু। চিনের হি বিংজিয়াও তাঁকে হারালেন ২১-১৯, ২১-১৪ ফলাফলে। ফলে কোয়ার্টার ফাইনালে আর যাওয়া হল না ভারতীয় তারকা শাটলারের। 

Advertisement

বিকেল ৬:৫০ অলিম্পিকে অঘটন। মহিলাদের টেনিসে শীর্ষ বাছাই, বিশ্বর‍্যাঙ্কিংয়ে এক নম্বর ইগা সোয়াইতেক বিদায় নিলেন গ্রেটেস্ট শো অন আর্থ থেকে। 

বিকেল ৬:২০ প্রথম অলিম্পিকে নেমেই কামাল লক্ষ্যের। কোয়ার্টার ফাইনালে উঠলেন ভারতের তরুণ ব্যাডমিন্টন তারকা। ২১-১২, ২১-৬ ফলাফল লক্ষ্যের পক্ষে। তবে অলিম্পিক থেকে বিদায় নিলেন ভারতের শাটলার প্রণয়। 

বিকেল ৬ পুরুষদের সিঙ্গলসে অল ইন্ডিয়া লড়াই। মুখোমুখি লক্ষ্য সেন-এইচ এস প্রণয়। প্রথম গেম জিতে সেমিফাইনালের দিকে একধাপ এগিয়ে গেলেন লক্ষ্য। 

বিকেল ৫: ৩৫ জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলস থেকে বিদায় সাত্ত্বিক-চিরাগ জুটির। 

বিকেল ৫:২০ তৃতীয় গেমে পিছিয়ে পড়লেও ভারতের দুরন্ত কামব্যাক। ১১-৯ ফলে নির্ণায়ক গেমে এগিয়ে সাত্ত্বিক-চিরাগরা। 

বিকেল ৫:১০ দ্বিতীয় গেম হারল ভারতীয় জুটি। ২১-১৪ ফলে গেম জিতে সমতা ফেরাল মালয়েশিয়া। নির্ণায়ক সেট জিততেই হবে সাত্ত্বিক-চিরাগদের।  

বিকেল ৫ দ্বিতীয় গেমে এগিয়ে গেল মালয়েশিয়ার জুটি। ১১-১০ ফলে পিছিয়ে ভারত। 

বিকেল ৪:৫০ প্রথম গেমে জয় পেল ভারতীয় জুটি। ২১-১৩ ফলে প্রথম গেম জিতে সেমিফাইনালের দৌড়ে একধাপ এগিয়ে গেলেন সাত্ত্বিকসাইরাজ এবং চিরাগ। 

বিকেল ৪:৪০ ব্যাডমিন্টনের ডাবলসে দুরন্ত শুরু সাত্ত্বিক-চিরাগ জুটির। হাড্ডাহাড্ডি লড়াইয়ে মালয়েশিয়ার জুটির বিরুদ্ধে ১১-১০ এগিয়ে ভার‍ত। 

দুপুর ৩ হকিতে হার ভারতের। অলিম্পিকে বেলজিয়ামের বিরুদ্ধে ২-১ হারল মেন ইন ব্লু। ম্যাচের শুরুতে এগিয়ে গেলেও লিড হাতছাড়া করে শেষ পর্যন্ত হেরে গেলেন হরমনপ্রীতরা। 

দুপুর ২:৪০ প্রথম অলিম্পিকে স্বপ্নভঙ্গ নিখাত জারিনের। চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে হেরে গেলেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার। 

দুপুর ১:৫০ চলতি অলিম্পিকে তৃতীয় পদক এল ভারতে। শুটিংয়ে ফের ব্রোঞ্জ এল দেশে। স্বপ্ন দেখিয়ে ব্রোঞ্জ জিতলেন মহারাষ্ট্রের স্বপ্নিল কুসলে। ফাইনালের শুরু থেকে খানিকটা পিছিয়ে ছিলেন। তবে শেষ দুই রাউন্ডে এসে দুরন্ত কামব্যাক করেন ভারতীয় শুটার। একটা সময়ে সোনার পদক জয়ের লড়াইয়েও ছিলেন তিনি। মাত্র ০.৪ পয়েন্টে রুপো হাতছাড়া হল স্বপ্নিলের। 

দুপুর ১২:৫৫ পদক জয়ের লক্ষ্যে নেমে পড়লেন স্বপ্নিল কুসলে। যোগ্যতা অর্জন পর্বে সপ্তম হয়ে ফাইনালে উঠেছেন তিনি। 

দুপুর ১২ নির্ধারিত সময়ের কিছুক্ষণ পরে শুরু হল পুরুষদের ২০ কিমি হাঁটা। প্রথম ৬ কিলোমিটার শেষ হওয়ার পরে পদকের লড়াইয়ে নেই কোনও ভারতীয়ই। ২০তম স্থানে রয়েছেন বিকাশ সিং। প্রতিযোগিতা শেষও করতে পারলেন না আকাশদীপ সিং। 

অ্যাথলেটিক্স

পুরুষদের ২০ কিমি হাঁটা- সকাল ১১:৩০ (পদকের লড়াই)

পরমজিৎ সিং বিস্ত
আকাশদীপ সিং
বিকাশ সিং

মহিলাদের ২০ কিমি হাঁটা- দুপুর ১:২০ (পদকের লড়াই)

প্রিয়াঙ্কা গোস্বামী

গলফ

পুরুষদের ব্যক্তিগত স্ট্রোক প্লে (প্রথম রাউন্ড) বেলা ১২: ২০

গগনজিৎ ভুল্লার
শুভঙ্কর শর্মা

পুরুষদের ব্যক্তিগত স্ট্রোক প্লে (দ্বিতীয় রাউন্ড) রাত ১২:৩০

গগনজিৎ ভুল্লার
শুভঙ্কর শর্মা

শুটিং

পুরুষদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশন ফাইনাল (পদকের লড়াই) দুপুর ১:০০ স্বপ্নিল কুসলে

মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশন (যোগ্যতা অর্জন পর্ব) দুপুর ৩:৩০

সিফট কউর সামরা
অঞ্জুম মুদগিল

তিরন্দাজি 

পুরুষদের ব্যক্তিগত যোগ্যতা অর্জন পর্ব (রাউন্ড অফ ৩২) 

প্রবীণ রমেশ যাদব বনাম কাও ওয়েনচাও 

হকি

পুরুষদের পুল ‘বি’-এর ম‌্যাচ: বিকাল ১:৩০- বনাম বেলজিয়াম

বক্সিং

মহিলাদের ৫০ কেজি (রাউন্ড অফ ১৬) দুপুর ২:৩০ 

নিখাত জারিন বনাম ইউ উ 

নৌকাবাইচ

পুরুষদের দিংঘি দুপুর ৩:৪৫- বিষ্ণু সারাভানান

মহিলাদের দিংঘি সন্ধে ৭:০৫-নেত্রা কুমানান

ব্যাডমিন্টন

পুরুষদের ডাবলস বিকেল ৪:৩০-সাত্ত্বিকসাইরাজ রণকিরেড্ডি এবং চিরাগ শেট্টি বনাম চিয়া অ্যারন এবং সো উই ইক

পুরুষদের সিঙ্গলস সন্ধে ৫:৪০-এইচ এস প্রণয় বনাম লক্ষ্য সেন

মহিলাদের সিঙ্গলস রাত ১০:০০-পিভি সিন্ধু বনাম এইচ ই বিং জিয়াও

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement