Advertisement
Advertisement
Pro Kabaddi League

প্রো কবাডি লিগে অতীত পারফরম্যান্স কেমন বেঙ্গল ওয়ারিয়র্সের?

প্রথম থেকেই এই টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলার দল বেঙ্গল ওয়ারিয়র্স।

Pro Kabaddi League: Performance analysis of Bengal Warriors in the tournament

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:October 18, 2024 4:26 pm
  • Updated:October 18, 2024 7:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনপ্রিয়তার নিরিখে দেশের দ্বিতীয় সেরা টুর্নামেন্ট প্রো কবাডি লিগ। গত ১০ বছর ধরে দেশের ক্রীড়াপ্রেমীদের মাতিয়ে রেখেছে এই টুর্নামেন্ট। প্রথম থেকেই এই টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলার দল বেঙ্গল ওয়ারিয়র্স। একনজরে দেখে নেওয়া যাক প্রো কবাডি লিগে(Pro Kabaddi League) তাদের পারফরম্যান্স।

২০১৪ সাল থেকে যাত্রা শুরু করে প্রো কবাডি লিগ। তখন এই টুর্নামেন্টে অংশ নিত ৮টি দল। প্রথমবার খেলতে নেমে সপ্তম স্থানে শেষ করে বেঙ্গল ওয়ারিয়র্স। পরের মরশুমে একধাপ উন্নতি করে ষষ্ঠ স্থান পায় তারা। তৃতীয় মরশুমে অবশ্য ভালো পারফরম্যান্স ছিল বেঙ্গল ওয়ারিয়র্সের। এই মরশুমেই প্রথমবার নকআউটে কোয়ালিফাই করে তারা। তবে শেষ পর্যন্ত চতুর্থ স্থানে থামতে হয় তাদের। ২০১৭ সালে সবচেয়ে খারাপ পারফরম্যান্স ছিল বেঙ্গল ওয়ারিয়র্সের। আট দলের মধ্যে অষ্টম স্থানে শেষ করে তারা।

Advertisement

প্রো কবাডি লিগের পঞ্চম মরশুম থেকে অংশগ্রহণকারী দলের সংখ্যা বেড়ে যায়। টুর্নামেন্টে নামে আরও চারটি নতুন দল। সেবারও নকআউট পর্বে ওঠে বেঙ্গল ওয়ারিয়র্স। তৃতীয় স্থানে শেষ করে তারা। পরের মরশুমে বেঙ্গল ওয়ারিয়র্স ষষ্ঠ স্থান পায়। ২০১৯ সালে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ট্রফি জয়ের স্বাদ মেলে বেঙ্গল ওয়ারিয়র্সের। ফাইনালে দাবাং দিল্লিকে হারিয়ে প্রথমবার ট্রফি জেতে তারা।

চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে অবশ্য বেঙ্গল ওয়ারিয়র্সের পারফরম্যান্স নিম্নমুখী। গত তিন মরশুমে যথাক্রমে নবম, একাদশ এবং সপ্তম স্থানে টুর্নামেন্ট শেষ করেছে তারা। সবমিলিয়ে টুর্নামেন্টে মোট ১৯৫টি ম্যাচ খেলেছে বেঙ্গল ওয়ারিয়র্স। তার মধ্যে ৮৫টি ম্যাচে জয় এসেছে। ৮৭টি ম্যাচে হার এবং ২৩টি ম্যাচে ড্র করেছে বেঙ্গল ওয়ারিয়র্স। নতুন মরশুমে কি ঘুরে দাঁড়িয়ে ট্রফি জিততে পারবে বাংলার দল?

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement