Advertisement
Advertisement

Breaking News

Neeraj Chopra

‘নীরজ নিজেই সেরার উদাহরণ’, অলিম্পিকে রুপোজয়ীকে অভিনন্দন মোদির

৮৯.৪৫ মিটার জ্যাভলিন ছুড়ে রুপো জিতলেন নীরজ।

PM Modi congratulates Neeraj Chopra after winning silver
Published by: Anwesha Adhikary
  • Posted:August 9, 2024 9:38 am
  • Updated:August 9, 2024 9:38 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস গড়ে প্যারিস অলিম্পিকে রুপো জিতেছেন নীরজ চোপড়া। সোনা জয়ের স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত দ্বিতীয় হয়েই থামতে হয়েছে ভারতের সোনার ছেলে। তাও বিশ্বমঞ্চে ভারতকে ঐতিহাসিক সাফল্য এনে দিয়েছেন নীরজ। তার পরে নীরজকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার রাতে জ্যাভলিন থ্রোয়ে রুপো জিতেছেন নীরজ। সোনা জিতেছেন পাকিস্তানের আর্শাদ নাদিম। তার পরেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মোদি। তাঁর কথায়, “নীরজ নিজেই সেরার উদাহরণ। বারবার নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। আরও একবার অলিম্পিকে সফল হয়েছেন তিনি, সেই জন্য গর্বিত গোটা দেশ। রুপো জয়ের জন্য নীরজকে অনেক শুভেচ্ছা। আগামী দিনে আরও অনেক অ্যাথলিটকে অনুপ্রেরণা জোগাবে নীরজের এই সাফল্য। তারাই গর্বিত করবে দেশকে।”

Advertisement

[আরও পড়ুন: ‘দিনটা বোধহয় নীরজের ছিল না’, আক্ষেপ রুপোজয়ীর বাবার

নীরজ চোপড়া যেন ‘গ্যারান্টি’র আরেক নাম। এতটা নিশ্চয়তা সাম্প্রতিক অতীতে কোনও খেলা নিয়েই ছিল না। কোনও ব্যক্তিগত খেলার ক্ষেত্রে তো নয়ই। স্বাধীন দেশে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে অ্যাথলেটিকসে নীরজ পর পর দুটি অলিম্পিকে পদক জিতে ইতিহাস গড়লেন। সেই সঙ্গে দেশের খেলাধুলোর জগতকে নতুন পরিচয় দিচ্ছেন তিনি।

পাকিস্তানের নাদিম দ্বিতীয় সুযোগে ৯২.৯৭ মিটার জ্যাভলিন ছুড়ে অলিম্পিকের মঞ্চে রেকর্ড গড়লেন। সেটা টপকানো যে মুশকিল, সেটা তখনই বোঝা যাচ্ছিল। তবু কোথাও একটা আশা ছিল। কারণ একটাই। তাঁর নাম নীরজ চোপড়া। হল না, আফসোস থাকলেও বুকচাপা বেদনা নেই। বরং ভারতের তরফ থেকে একরাশ কুর্নিশ ছুড়ে দেওয়া যায় প্যারিসের উদ্দেশ্যে। শেষ পর্যন্ত ৮৯.৪৫ মিটার জ্যাভলিন ছুড়ে রুপো জিতলেন নীরজ।

[আরও পড়ুন: প্যারিসে ফিরল না টোকিওর সোনালী অতীত, অলিম্পিকে রুপো জিতেও নয়া ইতিহাস নীরজের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement