টোকিওয় সোনার পদক হাতে প্রমোদ। ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বারের টোকিও প্যারালিম্পিকে সোনা জিতেছিলেন প্রমোদ ভগত (Pramod Bhagat)। কিন্তু এবারের প্রতিযোগিতায় নামতেই পারবেন না তিনি। অ্যান্টি-ডোপিং নিয়ম লঙ্ঘনের জন্য তাঁকে ১৮ মাসের জন্য নির্বাসিত করা হয়েছে। অভিযোগ, গত ১২ মাসে তিনবার তিনি ডোপিংয়ের নিয়ম ভেঙেছেন।
বিশ্ব ব্যাডমিন্টন সন্থার তরফে বলা হয়েছে, “২০২৪-র ১ মার্চ আন্তর্জাতিক ক্রীড়া আদালতের অ্যান্টি ডোপিং ডিভিশন জানতে পেরেছে প্রমোদ ভগত ডোপিং বিরোধী নিয়ম ভেঙেছেন। গত ১২ মাসে তিনি তিনবার নিয়ম ভেঙেছেন তিনি। গত ২৯ জুলাই SL3 অ্যাথলিট ভগত ক্যাসে আপিল করেছিলেন। কিন্তু আদালত তা খারিজ করে দিয়েছে।” তার ফলে প্রমোদকে ১৮ মাসের জন্য নির্বাসন দেওয়া হয়েছে। ফলে আগামী প্যারালিম্পিকে নামতে পারবেন না তিনি।
২৮ আগস্ট থেকে শুরু হবে প্যারালিম্পিক (Paris Paralympics 2024)। চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। অলিম্পিকের পর প্যারালিম্পিকও আয়োজিত হবে প্যারিসেই। সেখানেই পদকজয়ের অন্যতম সম্ভাবনা ছিল প্রমোদের থেকে। গত অলিম্পিকে পুরুষদের সিঙ্গলসের SL3 ক্যাটাগরিতে তিনি গ্রেট ব্রিটেনের ড্যানিয়েল বেথহেলকে হারিয়ে সোনা জেতেন।
এছাড়া আরও অনেক সাফল্য জড়িয়ে রয়েছে তাঁর নামের সঙ্গে। বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রথম স্থানেও উঠেছিলেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০১৫, ২০১৯, ২০২২ এবং চলতি বছর সিঙ্গলসে সোনা জিতেছিলেন তিনি। ডাবলসেও সোনা রয়েছে তাঁর। এবার তাঁর সঙ্গে জড়িয়ে গেল ডোপিংয়ের কলঙ্কও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.