Advertisement
Advertisement

Breaking News

Paris Olympics

ব্যাডমিন্টনে ঐতিহাসিক জয়, অলিম্পিকের সেমিফাইনালে লক্ষ্য সেন

প্রথম পুরুষ ভারতীয় তারকা হিসেবে অলিম্পিকে ব্যাডমিন্টনের সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়লেন লক্ষ্য।

Paris Olympics Day 7 Live Updates: Lakshya Sen enters into semifinal spot
Published by: Anwesha Adhikary
  • Posted:August 2, 2024 11:56 am
  • Updated:August 3, 2024 12:27 am  

প্যারিস অলিম্পিকের (Paris Olympics 2024) ষষ্ঠ দিনটা একেবারেই ভালো যায়নি ভারতের পক্ষে। সম্ভাব্য পদকজয়ীদের মধ্যে নিখাত জারিন, পিভি সিন্ধু, সাত্ত্বিকসাইরাজ রণকিরেড্ডি এবং চিরাগ শেট্টি বিদায় নিয়েছেন অলিম্পিক থেকে। ছিটকে গিয়েছেন এইচ এস প্রণয়ও। আজ সপ্তম দিনে ব্যাডমিন্টনে ঐতিহাসিক জয় পেলেন লক্ষ্য সেন। প্রথম পুরুষ ভারতীয় তারকা হিসেবে অলিম্পিকে ব্যাডমিন্টনের সেমিফাইনালে পৌঁছে গেলেন তিনি।এছাড়াও পদক জয়ের লক্ষ্যে ফাইনালে পৌঁছে গিয়েছেন মনু ভাকের। তিরন্দাজিতে ব্রোঞ্জের লড়াইয়ে হতাশ করল ভার‍তের মিক্সড দল। অজিদের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেল ভারতের হকি দল। রইল অলিম্পিকের প্রতি মুহূর্তের আপডেট।

রাত ১০টা ২৪: সেমিফাইনালে লক্ষ্য সেন। চাইনিজ তাইপেইয়ের প্রতিপক্ষকে হারালেন তিনি। তৃতীয় গেম জিতে নিলেন ২১-১২ ব্যবধানে। প্রথম পুরুষ ভারতীয় তারকা হিসেবে অলিম্পিকে ব্যাডমিন্টনের সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়লেন লক্ষ্য। প্রথম গেম পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন। বিশেষ করে তৃতীয় সেটে দাঁড়াতেই দেননি চৌ তিয়েন চেনকে। ৭৫ মিনিটের লড়াই শেষে জয় ছিনিয়ে নিলেন লক্ষ্য। 

Advertisement

রাত ১০টা ১০: দ্বিতীয় গেমে দুরন্ত প্রত্যাবর্তন লক্ষ্যর। চৌ তিয়েন চেনকে তিনি হারালেন ২১-১৫ ব্যবধানে। 

রাত ৯টা ৪০: অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপেইয়ের প্রতিপক্ষের সঙ্গে প্রথম গেমে হার মানলেন লক্ষ্য সেন। তিনি হারলেন ২১-১৯ ব্যবধানে। 

সন্ধে ৭টা ৯: আরও একটা পদক হাতছাড়া ভারতের। আশা জাগিয়েও তিরন্দাজিতে ব্যর্থ হল ধীরজ-অঙ্কিতা জুটি। ব্রোঞ্জের লড়াইয়ে তাঁরা ৬-২ ব্যবধানে হারলেন আমেরিকার কাছে। ম্যাচের শুরু থেকেই রাশ হারান অঙ্কিতারা। একের পর এক খারাপ শট মারেন তিনি। পর পর দুটি সেট হারার পর ম্যাচে ফিরে আসা কঠিন ছিল তাঁদের পক্ষে। যদিও তৃতীয় শটে ৩৮-৩৪ ব্যবধানে জেতেন তাঁরা। কিন্তু শেষ সেটে ৩৭-৩৫ ব্যবধানে জিতে ব্রোঞ্জ পায় আমেরিকার জুটি। 

সন্ধে ৭টা ১০: সেমিতে হারল ভারতের তিরন্দাজ জুটি। দক্ষিণ কোরিয়ার কাছে ৬-২ ব্যবধানে হেরে গেলেন ধীরজ-অঙ্কিতা। প্রথম শটে জিতেও ম্যাচ হাতছাড়া করেন তাঁরা। যদিও তাঁদের কাছে এখনও ব্রোঞ্জ জেতার সুযোগ রয়েছে। 

সন্ধে ৬টা ২৫: পুল বি-র ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩-২ গোলে হারাল ভারতের হকি দল। ভারতের হয়ে একটি গোল অভিষেকের এবং দুটি গোল করেন হরমনপ্রীত। ৫২ বছরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম জয় পেল টিম ইন্ডিয়া। শেষবার অজিদের বিরুদ্ধে জয় এসেছিল ১৯৭২ সালে। 

সন্ধে ৬টা ১০: অলিম্পিকের সেমিফাইনালে ভারতের তিরন্দাজির মিক্সড দল। ধীরজ বোম্মাদেবারা ও অঙ্কিতা ভকতের জুটি হারাল স্পেনের দলকে। ৫-৩ ব্যবধানে জিতলেন তাঁরা। সেমিতে হারলেও ব্রোঞ্জ জেতার সুযোগ থাকছে তাঁদের কাছে।

বিকেল ৫টা০৩ ২৫ মিটার পিস্তল ইভেন্টের ফাইনালে মনু ভাকের। দ্বিতীয় স্থানে শেষ করেন তিনি। তৃতীয় সিরিজে ৯৮ স্কোর করেন ভারতের এই তারকা শুটার। ভারতের আরেকটি পদকের সম্ভাবনা তৈরি হচ্ছে তাঁর হাত ধরেই। এখনও পর্যন্ত দুটি ব্রোঞ্জ পেয়েছেন তিনি। শনিবার ফাইনালে নামবেন তিনি। এষা সিং শেষ করেন ১৮ নম্বরে। 

দুপুর ৩:৩০ ২৫ মিটার পিস্তলের ফাইনালে ওঠার লক্ষ্যে নামলেন মনু ভাকের এবং এষা সিং। র‍্যাপিড শুটিংয়ের পরে ৮ জন শুটার যাবেন ফাইনালে। 

দুপুর ২: ৫০ মহিলাদের ২৫ মিটার পিস্তল কোয়ালিফিকেশনের প্রিশিসন স্টেজের শেষে ভারতের মনু ভাকের তৃতীয় স্থানে। তাঁর ঝুলিতে ২৯৪ পয়েন্ট। এষা সিং ২৯১ পয়েন্ট নিয়ে দশম স্থানে শেষে করেন কোয়ালিফিকেশন রাউন্ড। মনু ভাকেরের কাছ থেকে তৃতীয় পদক আশা করছে দেশ। অলিম্পিকে ইতিমধ্যেই দুটো ব্রোঞ্জ পদক পেয়েছেন। ২৫ মিটার পিস্তল কোয়ালিফিকেশনের প্রিশিসন স্টেজের তৃতীয় স্থানের পরে মনু ভাকের বলেন, ”আশা করি আমার প্রতি একই ভালোবাসা থাকবে। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আশা রাখি মানুষ আমার প্রতি হতাশ বা ক্ষুব্ধ নয়।”  

দুপুর ২:১৫ প্রথম প্রিসিশন রাউন্ডে ৯৭ পয়েন্ট মনুর। সাতবার ১০ মারেন তিনি। ৯ মেরেছেন তিনবার। দ্বিতীয় রাউন্ডে ৯৮ স্কোর করলেন জোড়া ব্রোঞ্জজয়ী শুটার। 

দুপুর ১:৩০ ইন্দোনেশিয়াকে হারিয়ে ভারতের মিক্সড টিম পৌঁছে গেল তিরন্দাজির কোয়ার্টার ফাইনালে। ৫-১ স্কোরের ব্যবধানে জিতে গেল ভারতের জুটি। অন্যদিকে, রোয়িং ফাইনালে পঞ্চম স্থানে শেষ করলেন ভারতের বলরাজ। জুডোর ৭৮+কেজির রাউন্ড অফ ৩২-এ হেরে গেলেন ভারতের তুলিকা মান। ১০-০ ফলে হারলেন তিনি। 

দুপুর ১:২০ তিরন্দাজিতে নেমে পড়েছে ভারতের মিক্সড টিম। অঙ্কিতা ভকত এবং ধীরজ বোম্মাদেভারা প্রথম রাউন্ডের অভিযান শুরু করলেন। প্রথম তিন রাউন্ডের শেষে এগিয়ে ভারতীয় জুটি। 

দুপুর ১:১৫ প্রিসিশন রাউন্ডের শেষে ভালো ফল ভারতের এষার। ৩০টি শট শেষে তিনি রয়েছেন তৃতীয় স্থানে। ১০ বার তিনি ১০য়ের বেশি স্কোর করেন। তৃতীয় সিরিজে প্রত্যেক শটেই তাঁর স্কোর পারফেক্ট টেন। একটা রাউন্ডে দুরন্ত পারফরম্যান্স করেই তিনি উঠে এসেছেন তৃতীয় স্থানে। 

দুপুর ১২:৩৮ চলতি অলিম্পিকে তৃতীয় পদক জয়ের লক্ষ্যে নেমে পড়লেন মনু ভাকের। মহিলাদের ২৫ মিটার পিস্তলের যোগ্যতা অর্জন পর্বে নেমেছেন তারকা শুটার। অভিযানে নেমে পড়েছেন ভারতের আরেক শুটার এষা সিং। 

অলিম্পিকে আজ ভারতের সূচি 

গলফ

পুরুষদের ব্যক্তিগত স্ট্রোক প্লে (দ্বিতীয় রাউন্ড) দুপুর ১২:৩০

গগনজিৎ ভুল্লার
শুভঙ্কর শর্মা

শুটিং

মহিলাদের ২৫ মিটার পিস্তল (যোগ্যতা অর্জন পর্ব) দুপুর ১২:৩০

মনু ভাকের
এষা সিং

পুরুষদের স্কিট যোগ্যতা অর্জন পর্ব (প্রথম দিন) দুপুর ১:০০

অনন্ত জিৎ সিং নারুকা

তিরন্দাজি

মিক্সড টিম (রাউন্ড অফ ১৬) দুপুর ১:০০ ভারত বনাম ইন্দোনেশিয়া

মিক্সড টিম (কোয়ার্টার ফাইনাল) বিকেল ৫:৪৫ ভারত বনাম স্পেন 

রোয়িং

পুরুষদের সিঙ্গলস স্কালস (ফাইনাল) দুপুর ১:০০

বলরাজ পানওয়ার

জুডো

৭৮+কেজি (রাউন্ড অফ ৩২) দুপুর: ১:৩০

তুলিকা মান বনাম ইদালিস অরতিজ

নৌকাবাইচ

পুরুষদের দিংঘি দুপুর ৩:৫০- বিষ্ণু সারাভানান

মহিলাদের দিংঘি দুপুর ৩:৩৫ -নেত্রা কুমানান

হকি

পুরুষদের পুল ‘বি’-এর ম‌্যাচ: বিকাল ৪:৪৫- বনাম অস্ট্রেলিয়া

ব্যাডমিন্টন

পুরুষদের সিঙ্গলস কোয়ার্টার ফাইনাল: রাত ৯:০৫ 

লক্ষ্য সেন বনাম চৌ তিন চেন

অ্যাথলেটিক্স

মহিলাদের ৫ হাজার মিটার প্রথম রাউন্ড: রাত ৯:৪০

অঙ্কিতা
পারুল চৌধুরি

পুরুষদের শটপাট (যোগ্যতা অর্জন পর্ব): রাত ১১: ৪০

তাজিন্দর পাল তুর

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement