Advertisement
Advertisement
Paris Olympics 2024

Paris Olympics: প্যারিসে হল না লক্ষ্যপূরণ, এগিয়ে থেকেও ব্রোঞ্জ হাতছাড়া লক্ষ্যর

মালয়েশিয়ার প্রতিপক্ষের কাছে হার মানলেন লক্ষ্য। অন্যদিকে কুস্তিতে হার মানলেন ভারতের নিশা দাহিয়া।

Paris Olympics Day 10 Live Updates: Paris Olympics 2024: Paris Olympics 2024: Lakshya Sen lost in Bronze Medal match
Published by: Anwesha Adhikary
  • Posted:August 5, 2024 11:49 am
  • Updated:August 5, 2024 11:48 pm  

অলিম্পিকের ১০ দিন কেটে গিয়েছে। ভারতের ঝুলিতে এসেছে তিনটি ব্রোঞ্জ। পদকজয়ী দেশগুলোর তালিকায় ৫৭ নম্বরে রয়েছে ভার‍ত। পদকের আশা জাগিয়েও ব্যর্থ হয়েছেন একঝাঁক তারকা। তবে এখনও পদক জয়ের আশা রয়েছে ভারতীয়দের মনে। সোমবার ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে নামছেন ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন। প্রথম ভারতীয় পুরুষ হিসাবে অলিম্পিক ব্যাডমিন্টন থেকে পদক  জেতা হল না লক্ষ্য সেনের। অন্যদিকে, আজই অলিম্পিক অভিযান শুরু করছেন ভারতের কুস্তিগিররাও। অ্যাথলেটিক্স, শুটিং, টেবিল টেনিসেও আজ দেখা যাবে ভারতীয়দের। রইল অলিম্পিকের প্রতি মুহূর্তের লাইভ আপডেট।

সন্ধে ৮টা ৪০ নিশা দাহিয়ার ভাগ্য খারাপ। কুস্তি চলাকালীন কাঁধে চোট পান তিনি। কোরিয়ার কুস্তিগিরের কাছে হার মানেন নিশা। ৬৮ কেজি বিভাগের কুস্তিতে লড়াই শেষ হয়ে গেল ভারতের কুস্তিগিরের। 

Advertisement

সন্ধে ৭টা ১০: অলিম্পিকে ইতিহাস গড়া হল না লক্ষ্যর। ব্রোঞ্জ জিতে লক্ষ্যপূরণ করতে পারলেন না তিনি। দ্বিতীয় গেমের পর তৃতীয় গেমে ২১-১১ ব্যবধানে মালয়েশিয়ার প্রতিপক্ষের কাছে হেরে গেলেন তিনি। অলিম্পিকে ব্যাডমিন্টন থেকে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে পদক জেতা হল না লক্ষ্যর।

সন্ধে ৭:০৮ ইউক্রেনের প্রতিপক্ষকে হারিয়ে কুস্তিতে পরের রাউন্ডে উঠলেন নিশা দাহিয়া। ৬৮ কেজি বিভাগে জয় পেলেন তিনি। 

সন্ধে ৬:৪৯ স্কিটে হৃদয়ভাঙল ভারতের মিক্সড দলের। ভারতের অনন্তজিৎ সিং নারুকা ও মহেশ্বরী চৌহান ৪৩-৪৪ ব্যবধানে হার মানেন চিনের জিয়াং ওয়াইটিং এবং লু জিয়ানলিনের কাছে। 

সন্ধে ৬: ৪৬ দ্বিতীয় গেমে হার মানলেন লক্ষ্য। প্রথম এগিয়ে থেকেও ২১-১৬ ব্যবধানে হারলেন তিনি।

সন্ধে ৬: ২০ প্রথম গেমে জয়ী লক্ষ্য সেন। মালয়েশিয়ার  লি জি জিয়াকে প্রথম গেমে ২১-১৩ হারালেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা। অলিম্পিকে ব্রোঞ্জজয়ের লক্ষ্যে এগিয়ে চলেছেন লক্ষ্য। 

বিকেল ৪:৫০ ফের শুটিংয়ে পদকের সামনে দাঁড়িয়ে ভারত। শুটিংয়ে স্কিট মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জেতার ম্যাচে নামবেন ভারতীয় জুটি অনন্তজিৎ সিং নারুকা এবং মহেশ্বেরী চৌহান। আজই শুটিংয়ে চতুর্থ পদক পেতে পারে ভারত। 

বিকেল ৪:১০ টেবিল টেনিসের কোয়ার্টার ফাইনালে ভারতের মহিলা দল। রোমানিয়াকে ৩-২ হারিয়ে শেষ আটে মণিকা বাত্রা-শ্রীজা আকুলারা। 

দুপুর ৩: ৫০ টাইয়ের চতুর্থ সিঙ্গলসে ফের নামলেন মণিকা বাত্রা। পর পর দুই গেম জিতে ভারতকে ম্যাচে ফেরালেন তিনি। আর একটা গেম জিতলেই ভারত পৌঁছে যাবে অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে। 

দুপুর ৩:৩০ টাইয়ের তৃতীয় সিঙ্গলসের প্রথম গেমে হারলেন অর্চনা কামাথ। তবে দ্বিতীয় গেমে ফের জিতে লড়াইয়ে ফিরেছেন তিনি। তৃতীয় গেমে জিতে ফের ম্যাচে ফিরছেন ভারতীয় তারকা। যদিও চতুর্থ গেমে ফের হারলেন অর্চনা। নির্ণায়ক পঞ্চম গেমে এই ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে। 

দুপুর ২:৪৫ প্রথম গেমে শ্রীজা জিতলেও দ্বিতীয় গেমে রোমানিয়ার প্রত্যাবর্তন। কোয়ার্টার ফাইনালে যাওয়ার অপেক্ষা দীর্ঘ হল ভারতের। তৃতীয় গেমে জিতে আবার এগিয়ে গেলেন শ্রীজা। তবে চতুর্থ গেমে ফের হারলেন তিনি। পঞ্চম গেমেও হেরে গিয়ে ম্যাচ হাতছাড়া করলেন ভারতের তারকা।  

দুপুর ২:৩০ ২-০ এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নামছে ভারত। এর পরে সিঙ্গলসে শ্রীজা আকুলা জিতে গেলেই টেবিল টেনিসের শেষ আটে পৌঁছে যাবে ভারতের মহিলা টিম। 

দুপুর ২:১৫ প্রথম দুই গেমে দাপুটে জয় মণিকার। ১১-৫, ১১-৭ ফলে জিতে নিলেন ভারতীয় তারকা। তৃতীয় গেমেও ১১-৭ ফলে জিতলেন তিনি। ফলে তিন ম্যাচের টাইয়ে ২-০ এগিয়ে গেল ভারত। 

দুপুর ২:০৫ রোমানিয়াকে হারিয়ে এগিয়ে গেল ভারতের মহিলা টেবিল টেনিস দল। মাত্র তিনটি গেম খেলেই প্রথম ম্যাচে জিতলেন শ্রীজা আকুলা এবং অর্চনা গিরিশ কামাথ। তৃতীয় গেমের ফল ভারতের পক্ষে ১১-৭। এবার রোমানিয়ার বিরুদ্ধে সিঙ্গলসে নামবেন মণিকা বাত্রা। 

দুপুর ১:৫৫ শুটিংয়ে স্কিট মিক্সড টিমের যোগ্যতা অর্জন পর্বে দুরন্ত পারফরম্যান্স ভার‍তের। প্রথম রাউন্ডের পরে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন ভার‍তীয় জুটি অনন্তজিৎ সিং নারুকা এবং মহেশ্বেরী চৌহান।   

দুপুর ১:৫০ দ্বিতীয় গেমও ১২-১০ ফলে জিতলেন ভারতীয় জুটি। 

দুপুর ১:৪০ প্রথম গেমে সহজ জয় ভারতীয় জুটির। ১১-৭ ফলে জিতলেন শ্রীজা-অর্চনা। 

দুপুর ১:৩০ টেবিল টেনিসে মহিলাদের টিম ইভেন্টে নেমে পড়ল ভারতের জুটি। রোমানিয়ার বিরুদ্ধে রাউন্ড অফ ১৬য়ের ম্যাচ খেলবেন শ্রীজা আকুলা এবং অর্চনা গিরিশ কামাথ। 

অলিম্পিকে আজ ভারতের সূচি:  

শুটিং

স্কিট মিক্সড টিম ইভেন্ট (যোগ্যতা অর্জন পর্ব) দুপুর ১২:৩০ অনন্তজিৎ সিং নারুকা এবং মহেশ্বেরী চৌহান

টেবিল টেনিস

মহিলাদের টিম ইভেন্ট (রাউন্ড অফ ১৬)- দুপুর ১:৩০ ভারত বনাম রোমানিয়া

অ্যাথলেটিক্স

মহিলাদের ৪০০ মিটার হিট দুপুর ৩:৫৭ কিরণ পাহাল
পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজ হিট রাত ১০:৫০ অবিনাশ সাবলে

নৌকাবাইচ

মহিলাদের দিংঘি রেস ৯ দুপুর ৩:৪৫ -নেত্রা কুমানান
মহিলাদের দিংঘি রেস ১০ বিকেল ৪:৫৩ -নেত্রা কুমানান

পুরুষদের দিংঘি রেস ৯ বিকেল ৬:১০- বিষ্ণু সারাভানান
পুরুষদের দিংঘি রেস ১০ বিকেল ৭:১৫- বিষ্ণু সারাভানান

ব্যাডমিন্টন

পুরুষদের সিঙ্গলস (ব্রোঞ্জ মেডেল ম্যাচ) সন্ধে ৬:০০ লক্ষ্য সেন বনাম লি জি জিয়া (মালয়েশিয়া)

কুস্তি

মহিলাদের ৬৮ কেজি (রাউন্ড অফ ১৬) সন্ধে ৬:৩০ নিশা দাহিয়া বনাম তেতিয়ানা এস রিঝখো

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement