সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যারিস অলিম্পিকের (Paris Olympics 2024) উদ্বোধনের দিন আচমকা বিতর্ক ঘনিয়েছিল দুই কোরিয়াকে ঘিরে। দক্ষিণ কোরিয়াকে (South Korea) অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে উত্তর কোরিয়া বলায় শুরু হয় বিতর্ক। কিন্তু খেলার মঞ্চে মিলে গেল দুই যুযুধান দেশ। টেবিল টেনিস ইভেন্টের শেষে একসঙ্গে সেলফি তুললেন দুই দেশের প্রতিযোগীরা।
দুই কোরিয়ার মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব চলতি বছরের শুরুতে নতুন মোড় নিয়েছিল। পরমাণু অস্ত্রসমৃদ্ধ উত্তর কোরিয়া (North Korea) জানিয়ে দিয়েছিল তাঁদের প্রধান শত্রু দক্ষিণ কোরিয়া। তাদের মধ্যে উত্তেজনা নতুন কিছু নয়। কিন্তু অলিম্পিকের মঞ্চে দেখা গেল বিরল দৃশ্য। টেবিল টেনিসের মিক্সড ইভেন্টের পোডিয়ামে পদক হাতে সেলফি তুলে হইচই ফেলে দিলেন উত্তর ও দক্ষিণ কোরিয়ার অ্যাথলিটরা।
এই ইভেন্টে সোনা জেতে চিন। রুপো জেতেন উত্তর কোরিয়ার রি জং সুক ও কিম কুম ইয়ং। ব্রোঞ্জ পদক পান দক্ষিণ কোরিয়ার শিন ইউবিন ও লিম জং-হুন। পোডিয়ামে উঠে লিমের ক্যামেরায় বন্দি হন দুই দেশের তারকারা। সেই ছবিতে ছিলেন চিনের অ্যাথলিটরাও। লিম যে ফোনে সেলফিটি তোলেন, সেটি দক্ষিণ কোরিয়ার একটি বিখ্যাত কোম্পানির তৈরি।
তার পরই সেলফিটি ভাইরাল হয়ে গিয়েছে সোশাল মিডিয়ায়। রাজনৈতিক সমস্যা পেরিয়ে যেভাবে দুই দেশের প্রতিযোগীরা এক ছবিতে ধরা পড়লেন, তার প্রশংসা চলছে নেটদুনিয়ায়। ২০১৬-র পর এই প্রথম কোনও পদক জিতল উত্তর কোরিয়া। টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করেনি তারা। জেতার পর তাদের শুভেচ্ছা জানান লিমও। তিনি বলেন, “ওঁরা যখন পোডিয়ামে ওঠে তখনই ওদের অভিনন্দন জানিয়েছি।” এবং সেই মুহূর্তে এক ধারাভাষ্যকার বলেন, “এটাই অলিম্পিকের প্রকৃত স্পিরিট।”
#WATCH📸What a wonderful moment for a selfie! #Olympics athletes from 🇨🇳#China, 🇰🇵#NorthKorea, and 🇰🇷#SouthKorea stand together on the podium.#Paris2024 #OlympicSpirit #Wangchuqin #Sunyinsha #TableTennis pic.twitter.com/7IAAbGYF8T
— Ifeng News (@IFENG__official) July 30, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.