Advertisement
Advertisement
Paris Olympics 2024

১২ হাজার কোটি টাকা খরচেও হল না শেষরক্ষা! শ্যেন নদীর দূষণে পিছিয়ে গেল অলিম্পিকের ইভেন্ট

সাঁতারের জন্য স্বাস্থ্যকর নয় শ্যেন নদীর জল, মত বিশ্ব ট্রায়াথলন সংস্থার।

Paris Olympics 2024: Men's Triathlon was postponed due to high pollution levels in Seine river
Published by: Arpan Das
  • Posted:July 30, 2024 12:06 pm
  • Updated:July 30, 2024 12:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অলিম্পিক উদ্বোধনের প্রাণকেন্দ্র ছিল শ্যেন নদী। এই প্রথমবার কোনও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান স্টেডিয়ামে নয়, হয়েছে নদীর উপর। সারা বিশ্বের প্রতিযোগীরা নৌকোয় করে পরিক্রমা করেছে শ্যেন নদী (Seine River) দিয়েই। কিন্তু এখন সেই নদীকে ঘিরেই যত বিপত্তি। দূষণের জন্য পিছিয়ে গেল অলিম্পিকের ইভেন্টও।

মঙ্গলবার সকালে পুরুষদের ট্রায়াথলন (Triathlon) ইভেন্ট হওয়ার কথা ছিল শ্যেন নদীতে। কিন্তু নদীর দূষণ এত তীব্র আকার নিয়েছে যে অ্যাথলিটদের স্বাস্থ্যের কথা ভেবে প্রতিযোগিতা পিছিয়ে দিতে বাধ্য হয়েছে অলিম্পিক কমিটি। শ্যেন নদীর দূষণ নিয়ে চিন্তা আগে থেকেই ছিল। তবে গত শুক্রবার অলিম্পিকের উদ্বোধনের দিন বৃষ্টি হওয়ায় আশা করা গিয়েছিল পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু প্যারিস অলিম্পিকের (Paris Olympics 2024) আয়োজকদের সেই আশা পূর্ণ হয়নি।

Advertisement

[আরও পড়ুন: Paris Olympics Day 4 Live Updates: ১২৪ বছরের নজির ভাঙার অপেক্ষায় মনু ভাকের]

বিশ্ব ট্রায়াথলন সংস্থা থেকে জানানো হয়েছে, নদীর জলের অবস্থা সাঁতারুদের স্বাস্থ্যের জন্য ভালো নয়। তারা জানিয়েছে, “বৃষ্টির জন্য জলের দূষণ কিছুটা কমেছে ঠিকই। কিন্তু কিছু জায়গায় জলের পরিস্থিতি এখনও আশাজনক নয়। প্যারিস অলিম্পিকের আয়োজক কমিটি ও বিশ্ব ট্রায়াথলন সব সময়ই ক্রীড়াবিদদের স্বাস্থ্যকে আগে গুরুত্ব দেয়। সেক্ষেত্রে আগামী বুধবার সকালে ট্রায়াথলনের নতুন সূচি ঘোষণা করা হয়েছে। তবে সেটাও জলের দূষণের উপর নির্ভর করবে। যদি সেদিনও না করা যায়, তাহলে ইভেন্টটি হতে পারে শুক্রবার। শেষ পরিস্থিতি দেখে ইভেন্ট থেকে সাঁতার বাদ দেওয়ার কথাও ভাবছে অলিম্পিক কমিটি। 

[আরও পড়ুন: আনোয়ার নিয়ে চিঠির উত্তর মোহনবাগানের, ফেডারেশনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে দুই পক্ষ]

শ্যেন নদীর জলদূষণ রোধ করার জন্য প্রায় ১২,৬৮৬ কোটি টাকা খরচ করা হয়েছে। ২০১৫ সাল থেকে একাধিক প্রকল্প নেওয়া হয়েছে নদীর জলকে দূষণমুক্ত করার জন্য। এমনকী জল যে দূষিত নয়, এটা প্রমাণ করার জন্য অলিম্পিকের আগে প্যারিসের মেয়র অ্যানি হিদালগো নদীতে সাঁতারও কেটেছিলেন। কিন্তু তাতেও যে সমস্যা মেটেনি, সেটা অলিম্পিক শুরু হওয়ার পরই বোঝা গেল। এর আগে দুবার অনুশীলনও পিছিয়ে দিতে হয়। এবার পিছিয়ে গেল অলিম্পিকের ইভেন্টও। উল্লেখ্য, ট্রায়াথলনে তিনটি ইভেন্ট এক সঙ্গে থাকে। সাঁতারের সঙ্গে সাইকেল চালানো ও দৌড়ে অংশগ্রহণ করতে হয় প্রতিযোগীদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement