Advertisement
Advertisement
Paris Olympics 2024

বেআইনিভাবে ছবি ব্যবহার, অলিম্পিকে পদক জিতেই ২ ডজন সংস্থাকে আইনি নোটিস মনুর

মনুর মতো ভারতের ব্যাডমিন্টন তারকা সাত্ত্বিকসাইরাজ রণকিরেড্ডি ও চিরাগ শেট্টির ছবিও বেআইনি ভাবে ব্যবহার করার অভিযোগ উঠেছে।

Paris Olympics 2024: Manu Bhaker's team sends legal notice over 'illegal social media activity'

ছবি: সংগৃহীত

Published by: Subhajit Mandal
  • Posted:July 31, 2024 7:44 pm
  • Updated:July 31, 2024 8:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অলিম্পিকে পদক জয়ের পরই ২৪টি সংস্থাকে আইনি নোটিস পাঠালেন মনু ভাকের। মনুর (Manu Bhaker) টিমের তরফে দু’ডজন সংস্থাকে নোটিস পাঠানো হয়েছে। তাঁদের দাবি, এমন বহু সংস্থা বিজ্ঞাপনী কাজে মনুর ছবি ব্যবহার করছে, যাঁদের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।

ভারতীয় অ্যাথলেটিক্স সার্কিটে তিনি পরিচিত নাম। দেশের হয়ে বহু সম্মান, পদক জিতেছেন। অলিম্পিক পদক জয়ের আগেও বেশ জনপ্রিয় ছিলেন। তবে অলিম্পকে (Paris Olympics 2024) জোড়া পদকজয়ের সুবাদে মনু ভাকেরের জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া। সেটাকেই ব্যবহার করতে চাইছে সংস্থাগুলি। কিন্তু বেশিরভাগ সংস্থাই সেটা করছে বেআইনিভাবে। মনুর টিমের তরফে এমনটাই দাবি করা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: নবতিপর বাবার স্বপ্নপূরণ, ৫৮ বছরে অলিম্পিকে অভিষেক ঘটিয়ে চমকে দিলেন তানিয়া]

মনুর ম্যানেজিং ডিরেক্টর নীরব তোমর জানিয়েছেন, এমন ২৪টি সংস্থা আছে যারা মনুর সঙ্গে যুক্ত নয়, অথচ ওর ছবি ব্যবহার করে বিজ্ঞাপন দিচ্ছে। এটা বেআইনি কাজ। বেআইনিভাবে আর্থিক সুবিধা পাচ্ছে ওই সংস্থাগুলি। ওদের আইনি নোটিস পাঠানো হয়েছে। মনুর মতো ভারতের ব্যাডমিন্টন তারকা সাত্ত্বিকসাইরাজ রণকিরেড্ডি ও চিরাগ শেট্টির ছবিও বেআইনি ভাবে ব্যবহার করার অভিযোগ উঠেছে। তবে তাঁরা এখনও কোনও সংস্থাকে আইনি নোটিস পাঠাননি।

[আরও পড়ুন: সিন্ধুকে ‘বাঁচাতে’ নেটিজেনদের সঙ্গে প্রকাশ্যে লড়াই, ভুয়ো প্রোফাইল বানিয়েছিলেন মনু]

১২৪ বছরের পুরনো ইতিহাস ভেঙে চুরমার করে দিয়েছেন তিনি। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম অ্যাথলিট হিসাবে অলিম্পিকে জোড়া পদক জয়ের নজির এখন তাঁর নামের পাশে। এর আগে এই কীর্তি গড়েছিলেন এক ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয়। ১৯০০ সালে ভারতীয় হিসাবে এক অলিম্পিকে দুটি পদক ছিল নর্ম্যান প্রিচার্ডের। সেই রেকর্ড ছুঁয়ে মনু এখন দেশজোড়া জনপ্রিয়। স্বাভাবিকভাবেই তাঁর ব্র্যান্ড ইমেজ বজায় রাখাটাও চ্যালেঞ্জ তাঁর টিমের কাছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement