Advertisement
Advertisement
Manu Bhaker

‘কর্মে ভরসা রেখেই সাফল্য’, ইতিহাস গড়ে ব্রোঞ্জ জিতে বলছেন মনু

প্রথম ভারতীয় মহিলা শুটার হিসাবে গ্রেটেস্ট শো অন আর্থ থেকে জিতেছেন পদক। ব্রোঞ্জ জিতে নিয়েছেন বিশ্বের সেরা ক্রীড়া প্রতিযোগিতা থেকে। প্রথমবার অলিম্পিক পদক জিতে সেই মনু ভাকের বলছেন, কর্মের প্রতি ভরসা ছিল।

Paris Olympics 2024: Manu Bhaker reacts after winning bronze
Published by: Anwesha Adhikary
  • Posted:July 28, 2024 4:14 pm
  • Updated:July 28, 2024 6:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস গড়েছেন অলিম্পিকের মঞ্চে। প্রথম ভারতীয় মহিলা শুটার হিসাবে গ্রেটেস্ট শো অন আর্থ থেকে জিতেছেন পদক। ব্রোঞ্জ জিতে নিয়েছেন বিশ্বের সেরা ক্রীড়া প্রতিযোগিতা থেকে। প্রথমবার অলিম্পিক পদক জিতে সেই মনু ভাকের বলছেন, কর্মের প্রতি ভরসা ছিল। সবকিছু ভুলে লাগাতার পরিশ্রমের ফলেই আজ ব্রোঞ্জ এসেছে ভারতের ঘরে। 

২০২০ টোকিও অলিম্পিকের আগেও মনুর (Manu Bhaker) উপরে আশা করেছিলেন আপামর ভারতবাসী। কিন্তু সেখান থেকে শূন্য হাতে ফিরতে হয়েছিল প্রতিভাবান শুটারকে। একেবারে শেষ মুহূর্তে পিস্তল বিকল হয়ে যায় তাঁর। সারিয়ে নিয়ে প্রতিযোগিতায় নেমে পড়েছিলেন বটে, কিন্তু একরাশ ব্যর্থতা নিয়ে শুটিং রেঞ্জ ছাড়তে হয় মনুকে। কাঁদতে কাঁদতে বিদায় নিচ্ছেন দেশের প্রতিশ্রুতিময় শুটার, সেই ছবি দেখেছিল গোটা ভারত।

Advertisement

[আরও পড়ুন: আশা জাগিয়েও বারবার হাতছাড়া পদক, ৩৬ বছরের খরা কাটানোর অভিযানে দীপিকা-অঙ্কিতারা]

তবে ব্যর্থতা সামলে ঘুরে দাঁড়িয়েছেন মনু। রবিবার ব্রোঞ্জ জিতে তিনি বলছেন, “নিজের পরিশ্রমের প্রতি ভরসা ছিল, কর্মের প্রতি ভরসা ছিল। ফাইনালে নামার টেনশন থাকলেও, সেটা আখেরে লাভজনক হয়েছে। ফোকাস করতে সুবিধা হয়েছে।” জানিয়েছেন, নিয়মিত গীতা পাঠ করে নিজেকে শান্ত রাখতেন। তবে এবার ব্রোঞ্জ পেলেও আগামী দিনে আরও ভালো পদক জয়ের আশা করছেন তরুণ শুটার। চলতি অলিম্পিকেই (Paris Olympics 2024) আরও দুটি ইভেন্টে নামবেন মনু। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ছাড়াও মহিলাদের ২৫ মিটার এয়ার পিস্তল ইভেন্ট রয়েছে তাঁর। সেখানেও ভালো ফল করতে আশাবাদী মনু। মেয়ের সাফল্যে খুশি মনুর বাবা-মাও।

গেমস শুরুর দ্বিতীয় দিনেই পদক পেয়ে উচ্ছ্বসিত ভারত। গেমস ভিলেজ থেকে শেফ দ্য মিশন গগন নারাং বলেন, মনুর এই সাফল্য গোটা কন্টিনজেন্টকে উৎসাহিত করবে। প্রথম মহিলা হিসাবে অলিম্পিক শুটিং থেকে দেশকে পদক এনে দিয়েছেন মনু। সেই দেখে বহু কিশোরী বন্দুক তুলে নেবে, পদক জয়ের স্বপ্ন দেখবে, আশা নারাংয়ের। ১২ বছরের খরা কাটিয়ে অলিম্পিক থেকে আবার ভারতে এল পদক। চলতি অলিম্পিকে শুটিং থেকে আবারও পদক আসবে, আশাবাদী নারাং।

[আরও পড়ুন: প্যারিস অলিম্পিকে শোকের ছায়া, গেমস ভিলেজে মৃত্যু বক্সিং কোচের

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement