Advertisement
Advertisement

Breaking News

Paris Olympics 2024

জার্মানির কাছে হেরে অলিম্পিকে সোনার স্বপ্ন শেষ, এবার ব্রোঞ্জের লড়াইয়ে ভারতীয় হকি দল

১৯৮০ সালের পরে ভারতের হকি দল আর ফাইনালে পৌঁছতে পারেনি।

Paris Olympics 2024: Indian Hockey Team loses to Germany in the Semi Final
Published by: Paramita Paul
  • Posted:August 7, 2024 12:29 am
  • Updated:August 8, 2024 4:01 pm  

জার্মানি: ৩ ভারত: ২

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশা বাড়িয়ে দিয়েছিলেন হরমনপ্রীত সিংরা। স্বপ্ন দেখাচ্ছিল ভারতের হকি দল। মঙ্গলবার জার্মানিকে হারালেই রুপো নিশ্চিত করে ফেলত ভারত। সেই সঙ্গে ফাইনালের ছাড়পত্রও জোগাড় করে ফেলত। কিন্তু জার্মানির কাছে হেরে গিয়ে ফাইনালে যাওয়ার সুযোগ হাতছাড়া করল ভারতের হকি দল। হরমনপ্রীতদের এবার স্পেনের বিরুদ্ধে ব্রোঞ্জ পদকের জন্য খেলতে হবে।

Advertisement

ম্য়াচের শুরুতে আশা জাগাচ্ছিলেন হরমনপ্রীত-শ্রীজেশরা। ম্যাচের শুরুতেই  গোল করে এগিয়ে যায় ভারতীয় দল। ম্য়াচের বয়স যখন সাত মিনিট তখনই পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন হরমনপ্রীত সিং। প্রথম থেকেই দাপট বজায় রেখেছিল তারা। কিন্তু ম্যাচ খানিকটা গড়াতেই পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরায় জার্মানি। গোল করেন গঞ্জালো পেইলাট। দ্বিতীয় কোয়ার্টারের শুরু থেকেই দাপট দেখাতে থাকে জার্মান দল। তবে গোলের সহজ সুযোগ পেয়েছিলেন ললিত উপাধ্যায়। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। দ্বিতীয় কোয়ার্টারের শেষের দিকে ক্রিস্টোফার রুহের গোলে এগিয়ে যায় জার্মানি। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই সুযোগ পেয়েও হাতছাড়া করেন হার্দিক সিং। সুখজিত সিংয়ের গোলে ম্যাচে সমতা ফেরায় ভারত। তৃতীয় কোয়ার্টার শেষে স্কোরলাইন ছিল ২-২। চতুর্থ কোয়ার্টারের শুরু থেকেই চাপ বাড়ায় জার্মানি। ফলস্বরূপ মার্কো মিলটাকাউয়ের গোলে এগিয়ে গেল তারা। স্কোর হয় ২-৩। শেষপর্যন্ত স্কোরলাইন ছিল এটাই। এখানেই থামতে হয় হরমনপ্রীতদের।

[আরও পড়ুন: অলিম্পিকে ইতিহাস ভিনেশ ফোগাটের, ফাইনালে উঠে নিশ্চিত রুপো, বুধে সোনাজয়ের লড়াই]

এবারও কাছে এসে সেই দূরেই থেকে যেতে হল ভারতের হকি দলকে। ১৯৮০ সালের পরে ভারতের হকি দল আর ফাইনালে পৌঁছতে পারেনি। এবারও সেই স্বপ্ন অধরাই থেকে গেল। এ বারের প্রতিযোগিতায় গ্রুপ পর্ব থেকেই ভারত ছুটছে। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটু সমস্যা হয়েছিল। সেই ম্যাচও ভারত বের করেছে। আর্জেন্টিনার বিরুদ্ধে ড্র করার পরে বিশ্বচ্যাম্পিয়ন তথা গত অলিম্পিকের সোনাজয়ী বেলজিয়ামের বিরুদ্ধে এগিয়ে গিয়েও হারতে হয়েছিল ভারতকে। তবে হরমনপ্রীতরা যে লড়াই লড়েছেন, তা প্রশংসিত হয়েছে।

অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত চমকে দিয়েছে। ৫২ বছর পরে অলিম্পিকে অস্ট্রেলিয়াকে হারায় তারা। বিশ্ব ক্রমতালিকায় তিন নম্বরে থাকা গ্রেট ব্রিটেনকে হারিয়ে চমকে দেয় ভারত। কিন্তু মোক্ষম সময়ে থেমে গেল ভারতের রথ। জার্মানির কাছে থেমে যেতে হল ভারতের হকি দলকে।

[আরও পড়ুন: ‘ভিনেশের পারফরম্যান্স ব্রিজভূষণের গালে সপাটে চড়’, বিস্ফোরক বজরং পুনিয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement