অশ্বিনী পোনাপ্পা।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) হতাশ করেছেন ভারতের ব্যাডমিন্টন তারকারা। গত ১২ বছরে প্রথমবার অলিম্পিক ব্যাডমিন্টনে পদকহীন থাকল ভারত। তার পরই প্রাক্তন কিংবদন্তি খেলোয়াড়রা বর্তমান ব্যাডমিন্টন তারকাদের সমালোচনায় মুখর হয়েছেন।
এর মধ্যেই সংবাদ সংস্থার খবর, ব্যাডমিন্টন তারকারা ট্রেনিংয়ের জন্য অর্থ পেয়েছিলেন ট্রেনিংয়ের জন্য। কিন্তু সেই দাবি নস্যাৎ করে দিয়েছেন অশ্বিনী পোনাপ্পা (Ashwini Ponnappa)। প্রতিবেদনের দাবি অনুযায়ী, ২০২৩ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী এইচএস প্রণয় ট্রেনিংয়ের জন্য ১.৮ কোটি অর্থ পেয়েছিলেন। কিন্তু প্যারিসে চিকুনগুনিয়ার জন্য ভালো পারফরম্যান্স তুলে ধরতে পারেননি। প্রি কোয়ার্টারে হেরে ছিটকে যেতে হয়েছে তাঁকে।
প্রতিবেদনের বক্তব্য অনুযায়ী, অশ্বিনী এবং তানিশা ১.৫ কোটি টাকা পেয়েছেন। কিন্তু গ্রুপ স্টেজ থেকেই ছিটকে গিয়েছেন তাঁরা।
তবে প্রতিবেদনের এই দাবি উড়িয়ে দিয়েছেন অশ্বিনী পোনাপ্পা। কোনও অর্থই পাননি বলে জানিয়েছেন মহিলা তারকা। পোনাপ্পা টুইটে লিখেছেন, ”তথ্য যাচাই না করে কীভাবে এমন প্রতিবেদন লেখা হল? এমন মিথ্যা কীভাবে লেখা হল প্রতিবেদনে? কার থেকে? কেন? আমি কোনও অর্থই নিইনি কারও থেকে। আমি কোনও সংস্থার অংশ নই।”
এদিকে ব্যাডমিন্টনে মোহভঙ্গ হওয়ার পরেই প্রকাশ পাড়ুকোন সমালোচনা করেছিলেন। তার জবাব দিয়েছিলেন পোনাপ্পা। এবার প্রতিবেদনের দাবি উড়িয়ে দিলেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.