মীরাবাই চানু।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টোকিও অলিম্পিকে রুপো জিতেছিলেন মীরাবাই চানু (Mirabai Chanu)। তাঁকে ঘিরে আশার পারদ চড়তে শুরু করে দিয়েছিল। কিন্তু মহিলাদের ভারোত্তোলনের ৪৯ কেজি বিভাগে মীরাবাই চানু চতুর্থ স্থানে শেষ করলেন। ইভেন্টের শেষে মণিপুরের ভারোত্তোলক জানান, স্টেজে ক্লান্ত লাগছিল তাঁর।
ঋতুস্রাব চলাকালীনই তাঁকে প্রতিযোগিতায় নামতে হয়েছিল। তাই প্রত্যাশা মতো ওজন তুলতে পারেননি। চানুকে বলতে শোনা গিয়েছে, ”পারফরম্যান্স নিয়ে আমি খুশি। আমি নিজের একশো শতাংশ উজাড় করে দিয়ে ভারতকে পদক দিতে চেয়েছিলাম। চোট থেকে ফিরে আমি এই জায়গায় পৌঁছনোর জন্য অনেক চেষ্টা করেছিলাম। তবে ভাগ্য আমার সঙ্গে ছিল না। ঋতুস্রাবের তৃতীয় দিনে আমাকে নামতে হয়েছিল। টোকিওয় ঋতুস্রাবের দ্বিতীয় দিন ছিল। আমার শরীর দুর্বল হয়ে পড়েছিল। ক্লান্ত লাগছিল।”
চানু আরও বলেন, ”ওয়ার্ম আপের সময়ে সব ঠিকঠাকই চলছিল। স্ন্যাচে আমি নিজের সেরাটা দিয়েছিলাম। ক্লিন অ্যান্ড জার্ক বিভাগেও বেশ ভালোই এগচ্ছিলাম। প্রথম জার্কে আমি হোঁচট খাই। স্টেজে হাঁটার সময়ে দুর্বল লাগছিল। কোচ যা বলেছিলেন, সেই মতোই শুনেছিলাম। এটা আমার নিয়তি যে হাত থেকে ফস্কে গেল পদক।”
#WATCH | Paris: Indian Weightlifter Mirabai Chanu speaks on finishing 4th in women’s 49 kg weightlifting event at #ParisOlympics2024
She says, “I tried my best to win a medal for the country but I missed it today…It is a part of the game, we all sometimes win and sometimes… pic.twitter.com/hPyYCt7AOL
— ANI (@ANI) August 7, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.