Advertisement
Advertisement
Paris Olympics 2024

Paris Olympics: ব্যাডমিন্টনে স্বপ্নভঙ্গ, সেমিফাইনালে হার লক্ষ্যর, হকির সেমিফাইনালে শ্রীজেশরা

সোমবার মালয়েশিয়ার লি জি জিয়ার বিরুদ্ধে ব্রোঞ্জ মেডেলের ম্যাচে নামবেন লক্ষ্য।

Paris Olympics 2024 Day 9 live updates: Lakshya Sen losses in semifinal
Published by: Subhajit Mandal
  • Posted:August 4, 2024 11:12 am
  • Updated:August 4, 2024 10:26 pm  

প্যারিস অলিম্পিকের (Paris Olympics 2024) অষ্টম দিনে পদকের কাছে গিয়েও হাতছাড়া হয়েছে একাধিক সুযোগ। নবম দিনে একাধিক সম্ভাবনাময় অ্যাথলিট নামছেন পদকের আশায়। তবে সবচেয়ে বেশি নজর থাকবে ব্যাডমিন্টনের পুরুষ বিভাগের সেমিফাইনালে। পদকের লক্ষ্যে নামবেন ভারতের শাটলার লক্ষ্য সেন। এদিন হকির কোয়ার্টার ফাইনালে কঠিন প্রতিপক্ষ গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে নামছেন শ্রীজেশরা। রইল অলিম্পিকের প্রতি মুহূর্তের আপডেট।

বিকাল ৪টে ২৪: অলিম্পিক সেমিফাইনালে হার লক্ষ্য সেনের। ডেনমার্কের প্রতিপক্ষের কাছে তিনি হেরে গেলেন স্ট্রেট সেটে ২২-২০, ২১-১৪ ব্যবধানে। সোমবার মালয়েশিয়ার লি জি জিয়ার বিরুদ্ধে ব্রোঞ্জ মেডেলের ম্যাচে নামবেন লক্ষ্য। 

Advertisement

বিকাল ৪টে: টানটান লড়াইয়ের পর প্রথম গেমে হার লক্ষ্য সেনের। একটা সময় ৬ পয়েন্টে এগিয়ে থেকেও ২২-২০ পয়েন্টে গেম  হারলেন লক্ষ্য। 

দুপুর ৩টে ২২: কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন লভলিনা বরগোঁহাই। চিনের প্রতিপক্ষের বিরুদ্ধে হেরে গেলেন তিনি। সেমিফাইনালে উঠতে পারলেই পদক নিশ্চিত ছিল তাঁর। কিন্তু সেই আশা অপূর্ণ থেকে গেল। লি কিয়ানের কাছে লভলিনা হেরে গেলেন ৪-১ ব্যবধানে। 

দুপুর ৩টে ১৫: দুরন্ত জয় ভারতের। হকির সেমিফাইনালে উঠে গেলেন শ্রীজেশরা। পেনাল্টি শুট আউটে ৪-২ ব্যবধানে জিতল ভারত। 

দুপুর ৩টে ২: নির্ধারিত সময়ের শেষে খেলার ফলাফল ১-১। পেনাল্টি শুট আউটে ঠিক হবে ভারতের ভবিষ্যৎ। 

দুপুর ২টো ৪৫: হকিতে তৃতীয় কোয়ার্টারের শেষে খেলার ফলাফল ১-১। প্রথমে ভারতের হরমনপ্রীত গোল করলেও মর্টন লি সমতা ফেরান। 

দুপুর ২ টো ৪: দ্বিতীয় কোয়ার্টারে এগিয়ে গেল ভারত। পেনাল্টি কর্নার থেকে গোল করলেন হরমনপ্রীত।  যদিও ভারতের অমিত রোহিদাস লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন ইতিমধ্যেই। 
দুপুর ১টা ৫০: হকিতে প্রথম কোয়ার্টার শেষ। এখনও কোনও পক্ষ গোল করতে পারেনি। 

দুপুর ১ টা ২৫: শুটিংয়ে ভালো শুরু ভারতের। ২৫ মিটার র‍্যাপিড ফায়ার পিস্তলের বাছাই পর্বের প্রথম রাউন্ড শেষে তৃতীয় স্থানে বিজয়বীর। 

দুপুর ১২টা ৩০: গলফে ব্যক্তিগত ইভেন্টের স্ট্রোক প্লের চতুর্থ রাউন্ডে নামলেন ভারতের শুভঙ্কর শর্মা এবং গগনজিত ভুল্লার। 
সকাল ১১টা ৫ মিনিট:
এদিন ভারতের সবচেয়ে আশার দুটি ইভেন্ট হল পুরুষদের ব্যাডমিন্টন এবং বক্সিংয়ে মেয়েদের ৭৫ কেজি বিভাগ। ব্যাডমিন্টনে গতবারের সোনা জয়ী ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের বিরুদ্ধে সেমিফাইনালে নামবেন লক্ষ্য সেন। এই ম্যাচ দুপুর সাড়ে ৩টেয়। তার আগে দুপুর ৩টেয় মেয়েদের ৭৫ কেজি বিভাগে টুর্নামেন্টের শীর্ষ বাছাই চিনের ইউ কুয়ানের মুখোমুখি হবেন গত অলিম্পিকে ব্রোঞ্জজয়ী লভলিনা বরগোঁহাই।

[আরও পড়ুন: অলিম্পিকে প্রথম পদক ১ লক্ষ ৮০ হাজারের দেশ সেন্ট লুসিয়ার, সৌজন্যে ‘বিশ্বের দ্রুততম মানবী’]

সকাল ১১টা: অলিম্পিকের নবম দিনে ভারতের সূচি। দুপুর ১২.৩০ মিনিটে গলফে পুরুষদের চতুর্থ রাউন্ডে নামছেন শুভঙ্কর শর্মা এবং গগনজিত ভুল্লার। একই সঙ্গে শুটিংয়ে পুরুষদের ২৫ মিটার র‍্যাপিড ফায়ার পিস্তল বিভাগের বাছাই পর্বে নামছেন বিজয়বীর সিধু, অনিশ ভানওয়ালা। দুপুর ১টায় স্কিটে মহিলাদের বাছাই পর্বে নামবেন মাহেশ্বরী চৌহান এবং রাজিয়া ধীলন।

[আরও পড়ুন: অলিম্পিকের কোয়ার্টারে হার বক্সার নিশান্তের, ‘লুটে নেওয়া হল’, আম্পায়ারদের সিদ্ধান্তে ক্ষোভ]

ভারতের হকি দল দুপুর দেড়টায় কোয়ার্টার ফাইনালে নামবে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে। গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসী শ্রীজেশরা। অ্যাথলেটিক্সে দুপুর ১টা ৩৫ মিনিটে মেয়েদের ৩ হাজার মিটার ট্রিপলচেজে নামছেন পারুল চৌধুরী। দুপুর আড়াইটেই ছেলেদের লং জাম্পে নামবেন জেসউইন অলড্রিন। সাঁতারে বিকাল সাড়ে ৩টেয় ছেলেদের দিংঘি রেসে নামছেন বিষ্ণু সর্বানন। সন্ধে ৬টা পাঁচ মিনিটে মেয়েদের দিঙ্ঘি রেসে নামছেন নেথ্রা কুম্মানন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement