Advertisement
Advertisement

Breaking News

Paris Olympics 2024

Paris Olympics 2024: হতাশা তিরন্দাজি-শুটিংয়ে, হকিতে ড্র, তৃতীয় দিনে আশা জাগালেন লক্ষ্য

৬-২ সেট পয়েন্টে ভারত হারল তুরস্কের কাছে। 

Paris Olympics 2024 Day 3 Live Updates: India Archery Team smashes out from Olympics
Published by: Anwesha Adhikary
  • Posted:July 29, 2024 10:20 am
  • Updated:July 29, 2024 11:50 pm  

অলিম্পিক শুরুর দ্বিতীয় দিনেই পদক এসেছে ভারতে। ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ফের পদক জয়ের সামনে তিনি। পাশাপাশি ১০ মিটার এয়ার রাইফেল ফাইনালে পুরুষ বিভাগে নেমে পদক পেলেন না অর্জুন বাবুটা। সোমবার শুটিংয়ে তিনি থামলেন চতুর্থ স্থানে। হকিতে শেষ মুহূর্তের গোলে ড্র করল মেন ইন ব্লু। তিরন্দাজিতেও পদক জিততে পারল না ভারতের পুরুষ দল। এর মধ্যেই তৃতীয় দিনে আশা জাগিয়ে রাখলেন ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন। 

সন্ধ্যা ৬: ৫৩- অলিম্পিকে তিরন্দাজি থেকে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় ভারতের পুরুষ দলের। ৬-২ সেট পয়েন্টে তাঁরা হারলেন তুরস্কের কাছে। তিরন্দাজি দল থেকে পদকের আশা দেখেছিলেন অনেকে। তরুণদীপ রাই, প্রবীণ যাদব ও ধীরজ বোম্মাদেভারাকে নিয়ে সাজানো দল বিশ্বর‍্যাঙ্কিংয়ে তিন নম্বরে রয়েছেন। কিন্তু এদিন তার কোনও নমুনাই যেন দেখা গেল না। প্রথম দুটি সেটে ৫৭-৫৩, ৫৫-৫২ ব্যবধানে পিছিয়ে ছিলেন তাঁরা। তৃতীয় সেটে ৫৫-৫৪ ব্যবধানে কষ্ট করে জয় পেলেও চতুর্থ সেটে ফের হার স্বীকার করতে হল। ৫৮-৫৪ ব্যবধানে হেরে বিদায় নিল ভারতের পুরুষ দল।

Advertisement

সন্ধ্যা ৬-১৭ লক্ষ্য সেন বেলজিয়ামের প্রতিযোগী জুলিয়েন কারাগিকে হারালেন। ম্যাচে দাপট দেখালেন ভারতের ব্যাডমিন্টন তারকা। প্রথম গেম ২১-১৯-এর জেতার পরে দ্বিতীয় গেম ২১-১৪-এ জিতে নেন। 

বেলা ৫:৪০ হকিতে শেষ মুহূর্তের গোলে সমতা ফেরাল ভারত। আর্জেন্টিনার সঙ্গে ম্যাচ শেষ হল ১-১ গোলে। ২৫ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লুকাস মার্টিনেজ। শেষের দিকে একের পর এক পেনাল্টি কর্নার পায়। সেখানে থেকে গোল করে যান হরমনপ্রীত। 

বেলা ৪: ৪৫ হকিতে আর্জেন্টিনার বিরুদ্ধে পিছিয়ে ভারত। প্রথম কোয়ার্টার গোলশূন্য থাকার পরে দ্বিতীয় কোয়ার্টারে এসে তিনটি পেনাল্টি শট মিস করে মেন ইন ব্লু। তার পরে ২৫ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লুকাস মার্টিনেজ। 

বেলা ৪ নির্ণায়ক ২০তম শটে মাত্র ১০.১ স্কোর করলেন অর্জুন। গোটা ফাইনাল জুড়ে ভালো পারফর্ম করলেও অলিম্পিক পদক জেতা হল না। অলিম্পিকে চতুর্থ হলেন অর্জুন বাবুটা। নাম লেখালেন জয়দীপ মুখোপাধ্যায়দের দলে।  

বেলা ৩: ৫০ একটা শট খারাপ মারার পরে অর্জুনের দুরন্ত প্রত্যাবর্তন। এখনও রুপোর পদকের সবচেয়ে বড় দাবিদার ভারতীয় শুটার। তবে ১৯তম শটের পর পদকের লড়াই থেকে ছিটকে গেলেন তিনি। 

বেলা ৩: ৪০ দ্বিতীয় রাউন্ডের শেষে আরও ভালো পজিশনে অর্জুন। তৃতীয় স্থানে উঠে এলেন তিনি। এই পজিশন ধরে রাখতে পারলে তিনি পদক নিশ্চিত করবেন। ব্যক্তিগত শট শুরু হতে দ্বিতীয় স্থানে উঠে এলেন ভারতীয় শুটার। ১৩তম শট খারাপ মারলেও নিজের দ্বিতীয় স্থান ধরে রাখলেন। ১৪তম শটের পরে নেমে যান তৃতীয় স্থানে। ১৬তম শটের পর ফের দ্বিতীয় স্থানে অর্জুনের প্রত্যাবর্তন। 

বেলা ৩: ৩০ ১০ মিটার এয়ার রাইফেল ফাইনালে দুরন্ত শুরু করলেন অর্জুন বাবুটা। প্রথম রাউন্ডের শেষে তিনি রয়েছেন চতুর্থ স্থানে। ১০.৭ স্কোর করে ভালো ছন্দে ভারতীয় শুটার। 

দুপুর ১: ৩০ ফের পদক জয়ের সামনে দাঁড়িয়ে ব্রোঞ্জজয়ী মনু ভাকের। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টের ব্রোঞ্জ পদকের ম্যাচে সরবজিৎ সিংয়ের সঙ্গে জুটি বেঁধে নামবেন তিনি। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে লড়বে ভারতীয় জুটি। তবে সোনা বা ব্রোঞ্জ পাবেন না তাঁরা। এই ইভেন্টে ভারতের আরেক জুটি রিদম সাঙ্গোয়ান ও অর্জুন সিং চিমা ফাইনালে উঠতে পারেননি।  

দুপুর ১: ২০ আশা জাগিয়েও পদক জিততে পারলেন না রমিতা। সপ্তম স্থানে ফাইনাল শেষ করলেন ভারতীয় শুটার। অন্যদিকে ব্যাডমিন্টনে আশাহত করলেন অশ্বিনী পোনাপ্পা ও তানিশা ক্রাস্টো জুটি। জাপানের প্রতিপক্ষের বিরুদ্ধে ১১-২১, ১২-২১ ফলে হারলেন গ্রুপ পর্বের ম্যাচে। 

দুপুর ১: ০৫ মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ফাইনালে এগিয়ে রমিতা জিন্দল। প্রথম রাউন্ডের পরে ভারতীয় শুটার রয়েছেন চতুর্থ স্থানে। তবে দ্বিতীয় রাউন্ডে তাঁর পারফরম্যান্স খারাপ। রমিতা নেমে যান সপ্তম স্থানে। 

দুপুর ১২: ৪৫ বাতিল হয়ে গেল ব্যাডমিন্টনে সাত্ত্বিকসাইরাজ রণকিরেড্ডি এবং চিরাগ শেট্টির ডাবলস ম্যাচ। এদিন তাঁদের ম্যাচ ছিল জার্মানির মার্ক ল‌্যামসফুস ও মারভিন সিডলের বিরুদ্ধে। কিন্তু চোটের কারণে নাম তুলে নেন জার্মান জুটি। অলিম্পিকের প্রথম ম্যাচে জিতে ইতিমধ্যেই এক পয়েন্ট এসেছে ভারতীয় শাটলার জুটির ঝুলিতে। আজ যদি ইন্দোনেশিয়ার কাছে ফ্রান্সের জুটি হেরে যায়, তাহলে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত সাত্ত্বিক-চিরাগের।  

প‌্যারিস অলিম্পিকে আজ ভারতের সূচি

তিরন্দাজি
পুরুষদের টিম ইভেন্ট (কোয়ার্টার ফাইনাল): সন্ধে ৬.৩০ (প্রতিপক্ষ ঠিক হয়নি, কলম্বিয়া/তুরস্ক)

সেমিফাইনাল (ভার‍ত কোয়ার্টার ফাইনালে জিতলে): সন্ধে ৭:৪০

ফাইনাল (ভারত সেমিফাইনালে জিতলে): রাত ৮: ৪১ 

ব্রোঞ্জ মেডেল ম্যাচ (ভারত সেমিফাইনালে হারলে): রাত ৮: ১৮ 

ব‌্যাডমিন্টন
পুরুষদের ডবলস: দুপুর ১২.০০- সাত্ত্বিকসাইরাজ রণকিরেড্ডি ও চিরাগ শেঠি বনাম মার্ক ল‌্যামসফুস ও মারভিন সিডলে
মহিলাদের ডবলস: দুপুর ১২.৫০- অশ্বিনী পোনাপ্পা ও তানিশা ক্রাস্টো বনাম নামি মাতসুসামা ও চিহারু শিদা
পুরুষদের সিঙ্গলস: বিকেল ৫.৩০ লক্ষ‌্য সেন বনাম জুলিয়েন ক‌্যারাগি

শুটিং
১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম: দুপুর ১২.৪৫ – মনু ভাকের ও সরবজিৎ সিং, রিদম সাঙ্গোয়ান ও অর্জুন সিং চিমা
পুরুষদের ট্র্যাপ ইভেন্ট (যোগ‌্যতা নির্ণায়ক পর্ব): দুপুর ১.০০- পৃথ্বীরাজ টোন্ডাইমান
মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ফাইনাল: দুপুর ১.০০- রমিতা জিন্দল
পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ফাইনাল: বিকাল ৩.৩০- অর্জুন বাবুটা

হকি
পুরুষদের পুল ‘বি’-এর ম‌্যাচ: বিকাল ৪.১৫- বনাম আর্জেন্টিনা

টেবল টেনিস
মহিলাদের সিঙ্গলস (রাউন্ড অফ ৩২): রাত ১১.৩০- শ্রীজা আকুলা বনাম জিয়ান জেং
রাত ১২.৩০- মণিকা বাত্রা বনাম প্রীথিকা পাভাদে

অলিম্পিকের তৃতীয় দিনেই মহারণ। টেনিসে পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ী দুই তারকা- নোভাক জকোভিচ এবং রাফায়েল নাদাল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement