Advertisement
Advertisement
Paralympics 2024

দ্বিতীয় হয়েও প্যারালিম্পিকে সোনা পেলেন নবদীপ, কীভাবে? নেপথ্যে রয়েছে ‘রাজনীতি’

কেন বাতিল হল ইরানের অ্যাথলিটের সোনার পদক?

Paralympics 2024: Why Iranian athlete Sadegh Beit Sayah get disqualified and lead to Navdeep's gold
Published by: Subhajit Mandal
  • Posted:September 8, 2024 11:23 am
  • Updated:September 8, 2024 2:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প‌্যারালিম্পিকে পুরুষদের জ‌্যাভলিনে এফ-৪১ ক‌্যাটাগরি। ৪৭.৬৪ মিটার ছুড়ে সোনা জিতে নিলেন ইরানের বেইত সাইয়া সাদেঘ। ব্যক্তিগত রেকর্ড গড়েও দ্বিতীয় স্থানে শেষ করতে হল ভারতের নবদীপ সিংকে। ৪৭.৩২ মিটার জ‌্যাভলিন ছুড়ে রুপো জিতেছিলেন তিনি। কিন্তু প্রতিযোগিতা শেষ হওয়ার পর সব বদলে গেল। জানা গেল, ইরানের বেইত সাইয়া সাদেঘকে নিষিদ্ধ করেছে অলিম্পিক কমিটি। সোনার পদকটি দেওয়া হয়েছে নবদীপকে।

কিন্তু কীভাবে হল মিরাক্যাল? কেন রং বদল সোনালি হল নবদীপের পদক? নেপথ্যে রয়েছে ‘রাজনীতি’। তবে সরাসরি রাজনীতি না বলে এটাকে সাদেঘের ‘ইচ্ছাকৃত ভুল’ বলা চলে। ইরানের অ্যাথলিট প্রতিযোগিতা চলাকালীন কোনও অসাধু উপায় অবলম্বন করেননি। আসলে সোনার পদক জয়ের পরই সাদেঘ ওই মঞ্চকে ব্যবহার করে রাজনৈতিক বার্তা দিতে চেয়েছিলেন। আর তাতেই বিপত্তি।

Advertisement

[আরও পড়ুন: রুপো বদলে গেল সোনায়, প্যারালিম্পিকে স্বপ্নপূরণ ভারতের নভদীপের]

সোনা জেতার পর সাদেঘ একটি কালো কাপড় প্রদর্শন করেন। তাতে লালকালিতে রাজনৈতিক বার্তা দেওয়া ছিল। প্যারিসের ভরা স্টেডিয়ামে বারবার ওই পতাকা প্রদর্শন করতে দেখা যায় তাঁকে। প্যারালিম্পিক কমিটি সাদেঘকে বাদ দেওয়ার কোনও কারণ না জানালেও মনে করা হচ্ছে বারবার ওই পতাকা প্রদর্শনের কারণেই বাদ পড়তে হয়েছে তাঁকে। নিয়ম অনুযায়ী, অলিম্পিক বা প্যারালিম্পিকে এই ধরনের রাজনৈতিক বার্তা দেওয়া পুরোপুরি নিষিদ্ধ। সেকারণেই তাঁকে নিষিদ্ধ করে দেওয়া হয়। মুছে দেওয়া হয় তাঁর রেকর্ড।

[আরও পড়ুন: আইএসএলে অভিষেক মহামেডানের, কোথায় এগিয়ে সাদা-কালো ব্রিগেড, দুর্বলতাই বা কোথায়?]

যাই হোক, সাদেঘের এই ভুলে ভাগ্য খুলে যায় ভারতের নভদীপের। এর আগে টোকিও প্যারা গেমসে চতুর্থ হয়েছিলেন তিনি। ওই স্বপ্নভঙ্গের যন্ত্রণা নিয়ে এতদিন কঠোর পরিশ্রম করেছেন নবদীপ। ছোটবেলায় এই নবদীপকেই ‘বামন’ বলে খোঁটা শুনতে হত বন্ধুবান্ধব-প্রতিবেশীদের কাছে। তিনিই এখন নতুন উচ্চতায়।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement