Advertisement
Advertisement

Breaking News

Paralympics 2024

রুপো বদলে গেল সোনায়, প্যারালিম্পিকে স্বপ্নপূরণ ভারতের নবদীপের

চলতি প্যারা অলিম্পিকে ভারতের পদক জয়ের সংখ্যা দাঁড়াল ২৯টি।

Paralympics 2024: Navdeep's silver has been upgraded to Gold
Published by: Subhajit Mandal
  • Posted:September 8, 2024 8:58 am
  • Updated:September 8, 2024 1:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অলিম্পিকে নিয়মের গেরোয় পড়ে স্বপ্নভঙ্গ হয়েছিল ভিনেশ ফোগাটের। ঠিক তার উলটোটা হল প্যারালিম্পিকে। জ্যাভলিনে নিয়মের সুবাদেই সোনা জিতলেন ভারতের নবদীপ সিং। মাত্র এক ঘণ্টার ব্যবধান। রুপোর পদক বদলে গেল সোনায়।

শনিবার রাতে প‌্যারালিম্পিকে পুরুষদের জ‌্যাভলিনে এফ-৪১ ক‌্যাটাগরিতে প্রথমে ৪৭.৩২ মিটার জ‌্যাভলিন ছুড়ে রুপো পেয়েছিলেন ভারতের জ‌্যাভলিন থ্রোয়ার নবদীপ সিং। এটাই তাঁর ব্যক্তিগত রেকর্ড। আর ৪৭.৬৪ মিটার ছুড়ে সোনা জিতেছিলেন ইরানের বেইত সাইয়া সাদেঘ। ইভেন্ট শেষ হওয়ার পরই তৈরি হয় বিতর্ক। কিছুক্ষণের মধ‌্যে সংগঠকদের পক্ষ থেকে ইরানের জ‌্যাভলিন থ্রোয়ারকে ‘ডিসকোয়ালিফায়েড’ বলে ঘোষণা করা হয়। এই ঘোষণার পরই নবদীপের রুপোর পদক বদলে যায় সোনার পদকে।

Advertisement

[আরও পড়ুন: আইএসএলে অভিষেক মহামেডানের, কোথায় এগিয়ে সাদা-কালো ব্রিগেড, দুর্বলতাই বা কোথায়?]

কিন্ত কেন বাতিল করা হল ইরানের বেইত সাইয়া সাদেঘকে। আসলে সোনা জেতার পর সাদেঘ একটি কালো কাপড় প্রদর্শন করেন। তাতে লালকালিতে রাজনৈতিক বার্তা দেওয়া ছিল। অলিম্পিক বা প্যারালিম্পিকে এই ধরনের রাজনৈতিক বার্তা দেওয়া পুরোপুরি নিষিদ্ধ। সেকারণেই তাঁকে নিষিদ্ধ করে দেওয়া হয়। মুছে দেওয়া হয় তাঁর রেকর্ড। 

নবদীপের সোনা জেতার খবরে ভারতীয় শিবির উচ্ছ্বাসে ফেটে পড়ে। এর আগে মহিলাদের ২০০ মিটার টি-১২ ক‌্যাটাগরিতে ভারতের মহিলা অ‌্যাথলিট সিমরন ব্রোঞ্জ পদক পান। চলতি প‌্যারা অলিম্পিকে ভারতের পদক জয়ের সংখ‌্যা দাঁড়াল ২৯টি। যার মধ‌্যে রয়েছে ৭টি সোনা, ৯টি রুপো ও ১৩টি ব্রোঞ্জ পদক। এই মুহূর্তে পদক তালিকায় ভারতের স্থান ১৬ নম্বরে।

[আরও পড়ুন: শচীনপুত্র অর্জুনের ভবিষ্যৎ কি হিরের মতো উজ্জ্বল? কয়লার উদাহরণ টেনে উত্তর যুবরাজের বাবার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement