Advertisement
Advertisement

Breaking News

Paralympics Opening Ceremony

জমকালো অনুষ্ঠানে শুরু প্যারা অলিম্পিক, ভারতীয় দলকে শুভেচ্ছা মোদি-নীরজের

উদ্বোধনে অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন সুমিত আন্টিল এবং ভাগ্যশ্রী যাদব।

Opening ceremony of Paris Paralympics 2024 begins
Published by: Anwesha Adhikary
  • Posted:August 28, 2024 11:58 pm
  • Updated:August 29, 2024 12:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেকর্ড গড়ার লক্ষ্য নিয়ে প্যারিসে পৌঁছে গিয়েছেন ভারতের প্যারাঅ্যাথলিটরা। বুধবার প্যারিসে শুরু হল প্যারা অলিম্পিক। সেখানে উদ্বোধনে (Paralympics Opening Ceremony) অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন সুমিত আন্টিল এবং ভাগ্যশ্রী যাদব। প্রতিযোগিতা শুরুর আগে প্যারা অ্যাথলিটদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষ বার্তা দিলেন অলিম্পিকে জোড়া পদকজয়ী নীরজ চোপড়াও।

সব মিলিয়ে, প‌্যারা অলিম্পিকে (Paris Paralympics 2024) ৮৪ জন প্রতিনিধি থাকছে ভারতের। পদক জয়ের লক্ষ্যে ঝাঁপাবেন সুমিত আন্টিল-কৃষ্ণ নাগর-অবনী লেখারা-রা। তার আগে বুধবার রাতে প্যারিসে শুরু হল প্যারা অলিম্পিকের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। যদিও সেখানে ভারতীয় কন্টিনজেন্টের সকলে হাজির ছিলেন না। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক ছিলেন সুমিত আন্টিল এবং ভাগ্যশ্রী যাদব।

Advertisement

[আরও পড়ুন: বিপুল সমর্থনে আইসিসি প্রেসিডেন্ট জয় শাহ, পাকিস্তানের ভোট পেলেন বিসিসিআই সচিব?

উদ্বোধনী অনুষ্ঠানের আগে প্যারা অ্যাথলিটদের উদ্বুদ্ধ করতে বিশেষ বার্তা দেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে লেখেন, “আমাদের ভারতীয় কন্টিনজেন্টকে শুভেচ্ছা জানাচ্ছে ১৪০ কোটি ভারতীয়। প্রত্যেক অ্যাথলিটের সাহস এবং দৃঢ়তা গোটা দেশের কাছে এক অনুপ্রেরণা। তাঁদের হয়ে গলা ফাটাবে গোটা দেশ।” উল্লেখ্য, দিনকয়েক আগে প্যারা অলিম্পিক কন্টিনজেন্টের সঙ্গে ভারচুয়ালি সাক্ষাৎ করেছিলেন প্রধানমন্ত্রী।

পাশাপাশি প্যারা অ্যাথলিটদের শুভেচ্ছা জানিয়েছেন প্যারিস অলিম্পিকে রুপোজয়ী নীরজ চোপড়াও। এদিন উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই ছিল আর্টিস্টিক শো। ১৪০ জন নৃত্যশিল্পী অংশ নিয়েছিলেন সেখানে। মশাল বহন করেন জ্যাকি চ্যান। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং প্যারা অলিম্পিক প্রেসিডেন্ট অ্যান্ড্রু পারসনস। উল্লেখ্য, প্যারা অলিম্পিকে মোট ২২টি খেলা রয়েছে। তার মধ্যে ১২টিতে অংশ নেবে ভারত। সবমিলিয়ে প্যারা অলিম্পিকে অংশ নিচ্ছে ১৬৮টি দেশ। 

[আরও পড়ুন: কাটল জট, ইনভেস্টরদের সঙ্গে চুক্তি সই মহামেডানের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement