Advertisement
Advertisement
Neeraj Chopra

চোট সারাতে জার্মানিতে নীরজ, দেশে ফেরা বিলম্বিত হচ্ছে তারকার

কবে দেশে ফিরতে পারেন নীরজ?

Neeraj Chopra's homecoming delayed as he makes a move to Germany

নীরজ চোপড়া।

Published by: Krishanu Mazumder
  • Posted:August 12, 2024 11:16 pm
  • Updated:August 12, 2024 11:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টোকিও অলিম্পিকে তিনি জিতেছিলেন সোনা। কিন্তু প্যারিসে রুপো পেয়েই থামতে হয়েছে নীরজ চোপড়াকে। পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ নাদিমের কাছে সোনা হারাতে হয় তাঁকে। প্যারিস পর্ব শেষ। সবাই যখন একে একে দেশে ফিরে আসছেন, তখন নীরজ চোপড়া গেলেন জার্মানিতে। সেই কারণে বিলম্বিত হচ্ছে তাঁর দেশে ফেরা।
জার্মানিতে কুঁচকির চোটের বিষয়ে পরামর্শ নিতে গিয়েছেন নীরজ। তাঁর পরিবার সূত্রে খবর এমনটাই। জার্মানিতে একমাস থাকবেন নীরজ। আগামী ডায়মন্ড লিগে নীরজকে দেখা যাবে কিনা, তা নির্ভর করবে চিকিৎসকদের পরামর্শের উপরই। চোট সারানোর জন্য অস্ত্রোপচারও করা হতে পারে নীরজের। ভারতীয় অলিম্পিক সংস্থাও নীরজের জার্মানি যাওয়ার ব্যাপার স্বীকার করেছে।

[আরও পড়ুন: ইস্টবেঙ্গলে রেজিস্ট্রেশন আনোয়ারের, খেলতে কি পারবেন ডুরান্ড ডার্বি?]

জুনে ফিনল্যান্ডে অনুষ্ঠিত পাভো নুরমি গেমস জেতার পরে নীরজ চোপড়া চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ নেওয়ার কথা জানিয়েছিলেন। কুঁচকির চোট নিয়ে ২০২৩ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে নেমেছিলেন নীরজ চোপড়া। সেই টুর্নামেন্টে জিতেছিলেন তিনি।
প্যারিসে অনেক আশা জাগিয়ে এসেছিলেন নীরজ চোপড়া। ফাইনালে পাকিস্তানের আর্শাদ নাদিম ৯২.৯৭ মিটার জ্যাভলিন ছুড়ে সোনা জিতে নেন। চোট নিয়ে নীরজ ৮৯.৪৫ মিটার ছুড়ে রুপো জেতেন।

Advertisement

[আরও পড়ুন: মঙ্গলে ভাগ্য নির্ধারণ, প্যারিসের গেমস ভিলেজ ছাড়লেন ভিনেশ, দেশে ফিরবেন কবে?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement