Advertisement
Advertisement
Vinesh Phogat

‘পদক না পেলে ভিনেশকে ভুলে যাবেন না যেন’, দেশবাসীর কাছে আর্জি নীরজের

ভিনেশ ফোগাটের পাশে দাঁড়িয়ে আবারও মুখ খুললেন নীরজ চোপড়া।

Neeraj Chopra asks not to forget Vinesh Phogat
Published by: Anwesha Adhikary
  • Posted:August 11, 2024 4:18 pm
  • Updated:August 11, 2024 4:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক হেভিওয়েট প্রতিপক্ষকে ধরাশায়ী করে ফাইনালে উঠেছিলেন। কিন্তু মাত্র ১০০ গ্রাম বাড়তি ওজনের জন্য তাঁকে সোনার পদকের ম্যাচে নামতে দেওয়া হয়নি। সেই ভিনেশ ফোগাটের পাশে দাঁড়িয়ে আবারও মুখ খুললেন নীরজ চোপড়া। প্যারিস অলিম্পিকে রুপোজয়ীর আবেদন, পদক না পেলেও দেশবাসী যেন ভিনেশকে ভুলে না যান। ভারতীয় ক্রীড়াক্ষেত্রে তাঁর অবদান অবিস্মরণীয়।

ফাইনালে উঠলেও কেন রুপোর পদক পাবেন না ভিনেশ? এই মর্মে ইতিমধ্যেই ক্রীড়া আদালতে আবেদন করা হয়েছে। জানা গিয়েছে, আগামী মঙ্গলবার ভিনেশের আবেদনের ভিত্তিতে রায় দেবে আদালত। সেদিনই ঠিক হয়ে যাবে, চলতি অলিম্পিক থেকে আদৌ ভিনেশ পদক পাবেন কিনা। তবে এই মামলা আগামী দিনে আরও গড়াতে পারে বলেও সম্ভাবনা রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: সুপার ওভার খেলতে নারাজ শাকিবের দল, ছিটকে গেল কানাডার লিগ থেকে]

ভিনেশ পদক পান বা পান সেই নিয়ে অবশ্য বিশেষ ভাবিত নন ভারতের সোনার ছেলে। নীরজের মতে, “ভিনেশ যদি পদক পান তাহলে তো খুবই ভালো ব্যাপার। গোটা ঘটনাক্রম যদি এইভাবে না এগোত, তাহলে তো ভিনেশ অবশ্যই একটা পদক পেতেন। আশা করি ভিনেশ পাবে পদকটা। আমার মনে হয়, যদি গলায় পদক না ঝোলে তাহলে সেই যন্ত্রণাটা বুকে চেপে থাকে।”

সেই সঙ্গে নীরজের আশঙ্কা, ভিনেশের মতো ক্রীড়াবিদকে দেশবাসী হয়তো ভুলে যাবেন। তাই আপামর ভারতবাসীর কাছে তাঁর আবেদন, “আজ হয়তো অনেকেই বলছেন ভিনেশ একজন চ্যাম্পিয়ন। কিন্তু আমার মনে হয় কয়েকদিন পরে ভিনেশকে সকলে ভুলে যাবেন। এটাই ভয়ের কারণ। এই ভয়টা যদি না থাকত তাহলে পদক পাওয়াটাকে এত গুরুত্ব দিতে হত না। আমার একটাই অনুরোধ, পদক না পেলেও ভিনেশকে দয়া করে কেউ ভুলবেন না।”

[আরও পড়ুন: রবি রাতেই শহরে আনোয়ার, ইস্টবেঙ্গল প্র্যাকটিসে থাকবেন সোমবার থেকেই]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement