Advertisement
Advertisement
Manika Batra

জীবনের সেরা র‌্যাঙ্কিংয়ে মণিকা বাত্রা, কত নম্বরে পৌঁছলেন তিনি?

প্যারিস অলিম্পিকের আগে আত্মবিশ্বাস বাড়ল মণিকা বাত্রার।

Manika Batra broke into the top 25 of the rankings

মণিকা বাত্রার নজির।

Published by: Krishanu Mazumder
  • Posted:May 14, 2024 8:41 pm
  • Updated:May 14, 2024 8:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নজির গড়লেন ভারতের মহিলা টেবল টেনিস খেলোয়াড় মণিকা বাত্রা (Manika Batra)। জেদ্দায় সাফল্যের পরে মহিলাদের সিঙ্গলসে প্রথম ভারতীয় মহিলা খেলোয়াড় হিসেবে ২৪ নম্বরে উঠে এসেছেন ভারতের তারকা মহিলা খেলোয়াড়।
বিশ্ব ক্রমতালিকায় এর আগে কোনও ভারতীয় মহিলা টেবিল টেনিস খেলোয়াড় প্রথম পঁচিশে জায়গা পাননি। মণিকাই প্রথম বার এই নজির গড়লেন। জেদ্দায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টের আগে মণিকা বাত্রা ৩৯ নম্বরে ছিলেন। সৌদি আরবে ভালো পারফরম্যান্সের সৌজন্যে ভারতীয় তারকা ১৫ ধাপ এগিয়েছেন। উল্লেখ্য, জেদ্দায় কোয়ার্টার ফাইনালে পৌঁছন মণিকা বাত্রা। 

[আরও পড়ুন: ১০ বছরেই দাবার রহস্য সমাধান করবে কম্পিউটার, ভবিষ্যদ্বাণী টেক-জিনিয়াস মাস্কের]

২০১৮ সালের কমনওয়েলথ গেমসে ব্যক্তিগত ও দলগত বিভাগে সোনা জেতেন মণিকা বাত্রা। সৌদিতে শেষ আটে পৌঁছতে চিনের ওয়াং মানুকে হারান ভারতের তারকা। একাধিক বার বিশ্ব চ্যাম্পিয়ন হন চিনের তারকা। সেই সঙ্গে অলিম্পিকে সোনা জেতেন তিনি।

Advertisement

ইনস্টাগ্রামে মণিকা লিখেছেন, প্যারিস ২০২৪-এর পথে এই র‌্যাঙ্কিং আত্মবিশ্বাস বহুগুণে বাড়িয়ে তুলবে। বিশ্ব ক্রমতালিকায় প্রথম পঁচিশে প্রবেশ এবং প্রথম ভারতীয় হিসেবে মহিলাদের সিঙ্গলসে সেরা র‌্যাঙ্কিংয়ে পৌঁছেছি।” কোচ আমন বলগুকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন মণিকা।

[আরও পড়ুন: তোপের মুখে পড়া হার্দিকের পাশে নাইট মেন্টর গম্ভীর, একহাত নিলেন সমালোচকদের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement