Advertisement
Advertisement

Breaking News

Jyothi Surekha Vennam

সোনা জয়ের হ্যাটট্রিক জ্যোতির, দলগত লড়াইয়ের পর ব্যক্তিগত ইভেন্টেও বাজিমাত তিরন্দাজ কন্যার

টাইব্রেকারে মেক্সিকোর প্রতিদ্বন্দ্বিকে রুদ্ধশ্বাস লড়াইয়ে হারান ভারতের তিরন্দাজ।

India's Jyothi Surekha Vennam secures a hat-trick of Gold in archery
Published by: Arpan Das
  • Posted:April 27, 2024 9:24 pm
  • Updated:April 27, 2024 9:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিরন্দাজি বিশ্বকাপে (Archery World Cup 2024) জয়জয়কার ভারতের। শনিবার সাংহাইয়ে তিরন্দাজির বিশ্বকাপে কম্পাউন্ড টিম ইভেন্টে সোনা জয়ের হ্যাটট্রিক করল ভারত। তার সঙ্গে সোনার হ্যাটট্রিক করলেন জ্যোতি সুরেখা ভেন্নম (Jyothi Surekha Vennam)। দলগত ইভেন্টে দুটি সোনা জেতার পর ব্যক্তিগত ইভেন্টেও সোনা জেতেন তিনি।

ভারতের তিরন্দাজি দল সোনার যাত্রা শুরু করেছিল ইটালিকে হারিয়ে। মহিলাদের কম্পাউন্ড টিম ইভেন্টে ২৩৬-২২৫ ব্যবধানে লড়াই জিতে নেন ভারতীয় মহিলারা। সেই দলে ছিলেন জ্যোতি সুরেখা ভেনাম, অদিতি স্বামী এবং পর্নিত কৌর। মিক্সড টিমেও ছিলেন জ্যোতি। অভিষেকের সঙ্গে জুটি বেঁধে সোনা জেতেন তিনি। ১৫৮-১৫৭ স্কোরের রুদ্ধশ্বাস লড়াইয়ে লিসেন ও রবিনকে হারান দুজনে।

Advertisement

[আরও পড়ুন: আইপিএলে ফের টস বিভ্রাট! টসে হেরে এ কী করলেন রাহুল? দেখুন ভিডিও]

তার পরই সোনা জয়ের হ্যাটট্রিক করেন অন্ধ্রপ্রদেশের ২৭ বছর বয়সি জ্যোতি। নির্ধারিত সময়ে মেক্সিকোর আন্দ্রি বেরেক্কার সঙ্গে একই স্কোরে দাঁড়িয়েছিলেন তিনি। ১৪৬ স্কোর করেছিলেন দুজনেই। তাই ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই লক্ষ্যভেদ জ্যোতির। স্নায়ুর চাপে না ভুগে পর পর তিনটি সোনা জিতে নেন তিনি।

গত বছরের এশিয়ান গেমসেও দুরন্ত পারফরম্যান্স ছিল তাঁর। সেখানেও সোনার হ্যাটট্রিক করেছিলেন জ্যোতি। দলগত, মিক্সড ইভেন্ট ও দলগত লড়াইয়ে শীর্ষস্থানে ছিলেন তিনি। এদিনও তাঁর ব্যতিক্রম হল না। অন্যদিকে ভারতের পুরুষ অ্যাথলিটরাও দলগত লড়াইয়ে নেদারল্যান্ডসকে ২৩৮-২৩১ পয়েন্টে হারিয়ে সোনা জেতে। সেই দলে ছিলেন অভিষেক ভর্মা, প্রিয়াংশ এবং প্রথমেশ ফিউজ।

[আরও পড়ুন: দিল্লি ব্যাটারদের তাণ্ডব! তপ্ত দুপুরে মেজাজ হারিয়ে চিৎকার হার্দিকের, দেখুন ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement