Advertisement
Advertisement
Magnus Carlsen

পা ছুঁয়ে প্রণাম বাঙালি দাবাড়ুর, ভারতীয় সংস্কৃতিতে মুগ্ধ বিশ্বজয়ী কার্লসেন, ভিডিও ভাইরাল

এর আগে বিশ্বনাথন আনন্দকে প্রণাম করে আশীর্বাদ নিয়েছিলেন তরুণী দাবাড়ু।

Indian female chess star Bristy Mukherjee touches Magnus Carlsen's feet, video viral
Published by: Arpan Das
  • Posted:November 18, 2024 4:12 pm
  • Updated:November 18, 2024 4:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ঐতিহ্যশালী সংস্কৃতিতে মুগ্ধ গোটা বিশ্ব। দুহাত জুড়ে নমস্কারের প্রথা পালন করেন বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের বিখ্যাত ব্যক্তিরা। পায়ে হাত দিয়ে প্রণাম করার রীতি যেমন একান্তভাবেই ভারতীয়। এবার তারই সাক্ষী থাকলেন বিশ্বজয়ী দাবাড়ু ম্যাগনাস কার্লসেন।

কলকাতা জুড়েও কার্লসেনের জ্বর। একটি দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে শহরে এসেছিলেন তিনি। এখানে র‍্যাপিড ও ব্লিৎজ, দুই বিভাগেই জয়লাভ করেছেন কার্লসেন। তার পর উপস্থিত ছিলেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও। সেখানেই তাঁর পা ছুঁয়ে প্রণাম করলেন দাবাড়ু বৃষ্টি মুখোপাধ্যায়।

Advertisement

সর্বভারতীয় মহিলাদের র‍্যাপিড ইভেন্টে (বি বিভাগ) চ্যাম্পিয়ন হয়েছেন বৃষ্টি। ২০ বছর বয়সি দাবাড়ু পুরস্কার নিতে ওঠেন কার্লসেনের হাত থেকে। প্রথমে হাত জড়ো নমস্কার করেন বৃষ্টি। তার পর কার্লসেনের সঙ্গে হাত মেলান। এর পর তারকা দাবাড়ুর পা ছুঁয়ে প্রণাম করেন বৃষ্টি। কিছু মুহূর্তের জন্য চমকে যান কার্লসেন। সম্মান প্রদর্শনের ভারতীয় রীতির মুখোমুখি হয়ে প্রথমে নিজেও বুঝে উঠতে পারছিলেন না কী প্রতিক্রিয়া জানানো উচিত। বিস্ময়ের ঘোর কাটানোর পর তাঁর মুখেও হাসির ঝলক দেখা যায়। স্পষ্টতই, অভিভূত হওয়ার ছবি কার্লসেনের চোখেমুখেও ধরা পড়ে।

বৃষ্টির প্রণামের মুহূর্তে উপস্থিত দর্শকরাও উচ্ছ্বাস প্রকাশ করেন। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ভিডিওটি। তবে এই মঞ্চেই আরও একবার প্রণাম করে আশীর্বাদ নিয়েছিলেন বৃষ্টি। তখন তিনি প্রণাম করেছিলেন কিংবদন্তি বিশ্বনাথন আনন্দকে। এমনিতেও কার্লসেনকে নিয়ে তুমুল উন্মাদনা ছিল কলকাতায়। শেষবেলায় সাক্ষী রইলেন ভারতীয় সংস্কৃতির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement