মধ্যমণি হিতেশ গুলিয়া। ছবি বক্সিং ফেডারেশন অব ইন্ডিয়া।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্সিং বিশ্বকাপে ইতিহাস ভারতের। পুরুষদের ৭০ কেজি বিভাগে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়লেন বক্সার হিতেশ গুলিয়া। ব্রাজিলের ফোজ দো ইগুয়াকুতে প্রথম ভারতীয় হিসেবে বিশ্বকাপে সোনা জিতেছেন তিনি।
ফাইনালে তাঁর প্রতিপক্ষ ছিলেন ইংল্যান্ডের ওডেল কামারা। তিনি ওয়াকওভার দেওয়ায় পোডিয়ামের শীর্ষে উঠে আসেন হিতেশ। প্রতিযোগিতায় ভারতের একমাত্র স্বর্ণপদক এটাই। যা এসেছে হিতেশের হাত ধরে। গোটা টুর্নামেন্টে দুরন্ত ফর্মে ছিলেন হিতেশ। হরিয়ানার ঝাঞ্জারের ২০ বছর বয়সি এই বক্সার সেমিফাইনালে ৫-০ ব্যবধানে ফরাসি বক্সার মাকান ট্রোরেকে হারিয়েছিলেন।
হিতেশ ভারতীয় নৌসেনায় কর্মরত। জাতীয় পর্যায়েও তিনি ধারাবাহিকভাবে সাফল্য পেয়েছেন। সিনিয়র জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ এবং ৩৮তম উত্তরাখণ্ড জাতীয় গেমসেও স্বর্ণপদক জিতেছেন তিনি।
৭০ কেজি বিভাগে হিতেশ জিতলেও পুরুষদের ৬৫ কেজি বিভাগের ফাইনালে হেরে গিয়েছেন অবিনাশ জামওয়াল। ইউরি রেইসের কাছে পরাজিত হয়ে রুপোর পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। এছাড়াও বিশ্বকাপে ভারতের চারজন বক্সার ব্রোঞ্জ পদক জিতেছেন। সব মিলিয়ে ঝুলিতে একটি সোনা, একটি রুপো-সহ চারটি ব্রোঞ্জ পদক নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল ভারত। গত বছর ২০২৪ প্যারিস অলিম্পিকে বক্সিংয়ে হতাশাজনক পারফরম্যান্সের পর এটি ছিল ভারতীয় বক্সারদের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের আগে এই ফলাফল নিশ্চিতভাবেই ভারতীয় বক্সারদের উদ্বুদ্ধ করবে।
বক্সিং বিশ্বকাপে পদকজয়ী ভারতীয় বক্সাররা
সোনা – হিতেশ গুলিয়া (৭০ কেজি)
রুপো – অবিনাশ জামওয়াল (৬৫ কেজি)
ব্রোঞ্জ – যদুমণি সিং (৫০ কেজি), শচীন সিওয়াচ (৬০ কেজি), বিশাল (৯০ কেজি), মণীশ রাঠোর (৫৫ কেজি)
The C.H.A.M.P.I.O.N.S
At the Boxing World Cup 2025 in
Hitesh
Abhinash Jamwal
Manish Rathode
Jadumani S Mandengbam
Sachin
Vishal#champions #boxing #boxers #indianboxers #indiansports @AjaySingh_SG @RealWorldBoxing @asianboxing @Media_SAI pic.twitter.com/8BbkFGvZDi
— Boxing Federation (@BFI_official) April 6, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.