প্রয়াত ধাম্মিকা নিরোশান।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রী-সন্তানের সামনে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি গুলি করে খুন করলেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক ধাম্মিকা নিরোশানকে (Dhammika Niroshana)। কী কারণে তাঁকে খুন করা হয়েছে, তা অবশ্য জানা যায়নি। জানা গিয়েছে, দুই ব্যক্তি বাইক করে এসেছিল। তাদের মধ্যে একজন গুলি করে খুন করে প্রাক্তন ক্রিকেটারকে।
দ্বীপরাষ্ট্রের প্রাক্তন অনূর্ধ্ব ১৯ অধিনায়কের প্রয়াণে বিশ্বক্রিকেটে নেমে এসেছে শোকের ছায়া। বন্ধুমহলে তিনি জন্টি নামে পরিচিত ছিলেন। মৃত্যুকালে নিরোশানের বয়স হয়েছিল ৪১।
ঘটনাটি ঘটার প্রায় সঙ্গে সঙ্গে পুলিশ এসে উপস্থিত হয় নিরোশানের বাড়িতে। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। সম্প্রতি তিনি দুবাই থেকে শ্রীলঙ্কায় ফেরেন।
২০০৪ সালে সমস্ত ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ধাম্মিকা নিরোশান। ২০ বছর বয়সেই তিনি ক্রিকেট ছেড়ে দেন।
Former U-19 Cricketer Dhammika Niroshan, also known as ‘Jonty’ (41) shot dead in front of his residence in the area of Kandewatte in Ambalangoda last night says Police Media Spokesperson #LKA pic.twitter.com/agNmrhXa6u
— Sri Lanka Tweet 🇱🇰 (@SriLankaTweet) July 17, 2024
ফাস্ট বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও করতে পারতেন তিনি। ২০০০ সালে অনূর্ধ্ব ১৯ শ্রীলঙ্কা দলের হয়ে অভিষেক ঘটেছিল নিরোশানের। ২০০২ সালে অধিনায়কত্ব করেন তিনি। জাতীয় দলের হয়ে কোনও সময়েই খেলেননি নিরোশান। দ্বীপরাষ্ট্রের একাধিক তারকা অ্যাঞ্জেলো ম্যাথিউজ, উপুল থরঙ্গা এবং পারভেজ মাহরুফের সঙ্গে খেলেছিলেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.