সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ১০০ গ্রাম বাড়তি ওজনের কারণে প্যারিস অলিম্পিকে ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে নামতে পারেননি তিনি। ওজন কমাতে রাতভর চেষ্টা করতে গিয়ে হাইড্রেশনের কবলে পড়তে হয়েছিল। ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। এবার সেই পরিস্থিতির কথা বলতে গিয়ে সতীর্থ অ্যাথলিটদের তোপ দাগলেন ভিনেশ ফোগাট। তাঁর অভিযোগ, তিনি অচৈতন্য হয়ে পড়েছিলেন। সেই সময় তাঁর অনুমতি ছাড়াই ছবি তোলা হয়েছিল।
ভিনেশের কথায়, ”আমার সতীর্থ অ্যাথলিটদের কাছে আমার প্রত্যাশা ছিল ওরা আমার পাশে থাকবে। কিন্তু আমি যখন আধা অচৈতন্য অবস্থায় হাসপাতালে ভর্তি হই, ওরা আমার ছবি তুলছিল অনুমতি না নিয়েই। আর সেই ছবি সোশাল মিডিয়ায় দিয়ে দাবি করতে থাকে, আমি ঠিক আছি। কিন্তু বাস্তবটা হল কিছুই ঠিক ছিল না।” এমনকী, ভারত সরকারও তাঁর পাশে থাকেনি বলেই অভিযোগ তারকা কুস্তিগিরের।
রীতিমতো অভিমানের সুরে তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আমি রাস্তাতে লড়াই করেছিল। কী পেয়েছি? দুর্ব্যবহার ও অপমান ছাড়া কিচ্ছু পাইনি। আমি অলিম্পিকে গেলাম। সেখানেও কি ন্যায় পেলাম? একদমই না। আমি কখনও কোনও ন্যায় পাইনি। রাজনীতিতে প্রবেশ করাটা আমার কাছে কোনও অপশন নয়। বরং এটা প্রয়োজনীয়তা।”
অলিম্পিকে ডিসকোয়ালিফাই হওয়ায় নিশ্চিত রুপোর পদক হাতছাড়া হয়েছিল ভিনেশের। ফাইনাল না খেলতে পারা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে ভারতীয় ক্রীড়া মহলে। রাজনীতিও হয়েছে বিস্তর। বিজেপি সরকারকে বিঁধে ভিনেশ নিজে যোগ দিয়েছেন কংগ্রেসে। আর তার পরই তিনি তোপ দেগে চলেছেন কেন্দ্রের বিরুদ্ধে। এদিন তিনি কাঠগড়ায় তোলেন পি টি ঊষাকেও। ভিনেশ বলছেন, ”পি টি ঊষা সম্পর্কে ছোটবেলা থেকে শুনে আসছি। তিনি ‘উড়ন্ত পরি’। সকলেই তাঁকে চেনে। কিন্তু আমাদের প্রতিবাদের সময় যে কমিটি উনি তৈরি করেন, তার রিপোর্ট কোথায় গেল? আজ পর্যন্ত কেউ জানে না সেই রিপোর্টের কী হয়েছিল। ওঁরই দায়িত্ব ছিল অ্যাথলিটদের রক্ষা করার।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.