Advertisement
Advertisement
Deepthi Jeevanji

দীপ্তি ছড়িয়ে সোনা জিতলেন জীবনজি, বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সে বিশ্বরেকর্ড ভারতের অ্যাথলিটের

দীপ্তির পাশপাশি সাফল্য পেয়েছেন ভারতের পুরুষ ডিসকাস থ্রোয়ার যোগেশ কাঠুনিয়া।

Deepthi Jeevanji clinched gold with a world record time at the Para Athletics World Championship

বিশ্বরেকর্ড দীপ্তির।

Published by: Krishanu Mazumder
  • Posted:May 20, 2024 10:40 pm
  • Updated:May 20, 2024 10:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাপানের মাটিতে ভারতের বিজয়পতাকা ওড়ালেন দীপ্তি জীবনজি। বিশ্বরেকর্ড গড়ে সোনা জিতে নিলেন তিনি। কোবেতে অনুষ্ঠিত প্যারা অ্যাথলেটিক্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ২০২৪-এ মহিলাদের চারশো মিটার টি-টোয়েন্টি ক্যাটেগরিতে সোনা জেতেন তিনি। ৫৫.০৬ সেকেন্ড সময় করে বিশ্বরেকর্ডও গড়েন দীপ্তি।
কোয়ালিফাইং রাউন্ডে দীপ্তি ৫৬.১৮ সেকেন্ড সময় করে নতুন এশিয়ান রেকর্ড গড়েন।  সেই সঙ্গে ফাইনালের টিকিটও জোগাড় করেন তিনি। ২০২৩ সালের এশিয়ান প্যারা গেমসেও চারশো মিটার টি-টোয়েন্টি ইভেন্টে সোনা জিতেছিলেন দীপ্তি জীবনজি। ফাইনালে দীপ্তি প্রথম হন। রুপো জেতেন থাইল্যান্ডের ওরাওয়ান কাইসিং এবং জাপানের নিনা কান্নো ব্রোঞ্জ পদক জেতেন।  

[আরও পড়ুন: মেসি-মারিয়াকে নিয়ে আর্জেন্টিনা দল ঘোষণা, সুযোগ পেলেন কারা?]

গত বছর প্যারিসে অনুষ্ঠাত বিশ্বচ্যাম্পিয়নশিপে ৫৫.১২ সেকেন্ডে দৌড় শেষ করে বিশ্বরেকর্ড গড়েছিলেন আমেরিকার ব্রেয়ান্না ক্লার্ক। সেই রেকর্ড এদিন ভেঙে দিলেন ভারতের মেয়ে। 
দীপ্তির পাশপাশি সাফল্য পেয়েছেন ভারতের পুরুষ ডিসকাস থ্রোয়ার যোগেশ কাঠুনিয়া। পুরুষদের ডিসকাস থ্রোয়ের এফ৫৬ ক্যাটেগরিতে রুপো জেতেন। তিনি ৪১.৮০ মিটার ছুড়েছেন। এছাড়াও প্রীতি পাল ব্রোঞ্জ পদক জেতেন মহিলাদের ২০০ মিটার টি-৩৫ ক্যাটেগরিতে।

Advertisement

[আরও পড়ুন: ‘হতাশাজনক’ আইপিএল শেষে রোহিত-হার্দিকদের বার্তা নীতা আম্বানির, বদল আসছে পরের মরশুমে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement