ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস গড়ে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন ডি গুকেশ। সামনে আরও অনেক কঠিন পরীক্ষা। ২০২৫ জুড়ে একাধিক টুর্নামেন্ট। তার আগে সপরিবারে তিরুমালা মন্দিরে পুজো দিলেন গুকেশ। শুধু পুজো দেওয়াই নয়, নিজের চুল বিসর্জন দিয়ে মাথা মুড়োলেন তিনি।
গত বছরের ডিসেম্বরে ১৪ গেমের হাড্ডাহাড্ডি লড়াই শেষে চিনের ডিং লিরেনকে ফাইনালে হারিয়েছেন। তারপরই অন্ধ্রপ্রদেশের মন্দিরে আসার ইচ্ছা ছিল গুকেশের। অবশেষে ইচ্ছাপূরণ হল। সপরিবারে তিরুমালা মন্দিরে পুজো দিয়ে নেড়া হলেন তিনি।
তারপর গুকেশ বলেন, “বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরই এখানে আসতে চেয়েছিলাম। এখানে আসতে পেরে খুব খুশি। আমাকে আরও পরিশ্রম করতে হবে। ২০২৫-এ আরও অনেক গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা আছে। আমি সেদিকেই মনোনিবেশ করছি। আমাকে সব ফরম্যাটেই উন্নতি করতে হবে। আশা করি, ঈশ্বরের আশীর্বাদে সব কিছু ভালো মতোই হবে।”
গুকেশের ভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া। অনেকেই বলছেন, ‘আধ্যাত্মিকতা থাকলে ভাবনায় স্বচ্ছতা আসে। যা মনঃসংযোগে সাহায্য করে। তার ফলে সাফল্যও আসে।’ আবার কেউ লিখছেন, ‘হারজিত তো সাময়িক। কিন্তু ঈশ্বরে ভক্তি আজীবন সঙ্গে থেকে যাবে।’
উল্লেখ্য, শুধু কনিষ্ঠতম হিসাবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়া নয়, এর আগে দাবা অলিম্পিয়াডে পুরুষ দলের হয়েও সোনা জিতেছিলেন গুকেশ। চলতি বছরের শুরুতে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পেয়েছেন। অবশ্য তারপর চেনা সাফল্য আসেনি। টাটা স্টিল চেস মাস্টার্সে ‘বন্ধু’ রমেশবাবু প্রজ্ঞানন্দের কাছে ফাইনালে হারেন গুকেশ।
The youngest World Chess Champion, Gukesh Dommaraju, visits Tirumala Temple with his family. With a big year ahead, he stays focused on his game:
“I have to keep working hard. In 2025 there are a lot of important tournaments, so I’m focusing on that. I want to improve in all… pic.twitter.com/lnC4pkjdmf
— Norway Chess (@NorwayChess) March 12, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.