সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার নিশ্চিত পদক থেকে বঞ্চিত হলেন। বৃহস্পতিবার ভোরে সোশাল মিডিয়া পোস্টে ভিনেশ ফোগাট (Vinesh Phogat) জানিয়ে দিলেন, তিনি কুস্তি ছাড়ছেন। সোশাল মিডিয়ায় তাঁর বার্তা, “কুস্তির কাছে আমি হেরে গেছি।” ভিনেশের সেই বার্তায় যে কতটা বেদনা, কতটা অপ্রাপ্তির হতাশা লুকিয়ে রয়েছে, সেটা ভালোই বুঝেছেন ভিনেশের সতীর্থ, সহযোদ্ধা বজরং পুনিয়া (Bajrang Punia)। ভিনেশের উদ্দেশে তাঁর বার্তা, “তুমি হারোনি, তোমাকে হারানো হয়েছে।”
সোশাল মিডিয়ায় ভিনেশ লিখেছিলেন, “মা, কুস্তি আমার বিরুদ্ধে জিতে গেল। আমি হেরে গেলাম। তোমার স্বপ্ন আর আমার সাহস দুটোই ভেঙে গেল। পারলে ক্ষমা করে দিও। আমার মধ্যে আর শক্তি অবশিষ্ট নেই।” সেই পোস্টটি শেয়ার করে বজরং লিখেছেন, “ভিনেশ তুমি হারোনি। তোমাকে হারানো হয়েছে। তুমি আমাদের জন্য সর্বদা বিজয়ীই থাকবে। তুমি ভারতমাতার সেই কন্যা যে দেশকে গর্বিত করেছে।”
তুমি হারোনি, হারানো হয়ছে, এই বার্তায় কাকে নিশানা করলেন বজরং? তাহলে কি অন্য বিরোধীদের মতো তিনিও অন্তর্ঘাতের তত্ত্ব দেখছেন? তিনিও কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করছেন? সেটা স্পষ্ট নয়। তবে ভিনেশ যখন অলিম্পিকের সেমিফাইনালে উঠলেন সেদিনই তিনি বলে দিয়েছিলেন, “ওঁর এই পারফরম্যান্স ব্রিজভূষণের জন্য সপাটে চড়। আইটি সেলের যারা ভিনেশের পিছনে ভকভক করছিল, যারা বলছিল ভিনেশের দ্বারা কিছু হবে না, এই লড়াই তাঁদের গালেও থাপ্পড়।” সেদিন বজরংয়ের নিশানায় ছিল শাসকদল। আজও কি শাসকদলকেই বিঁধলেন বজরং?
দিল্লির রাজপথে দেশের সেরা কুস্তিগিরদের বেধড়ক মার। হাতে জাতীয় পতাকা নিয়ে সতীর্থদের রক্ষা করার চেষ্টা করছেন ভিনেশ ফোগাট, বজরং পুনিয়ারা। ভিনেশের গায়েও পড়ছে একের পর এক লাঠির আঘাত। সেই দৃশ্য দেশের ক্রীড়াপ্রেমীরা ভুলবেন না। সেই লড়াইয়ে ভিনেশের সঙ্গী ছিলেন বজরং। তিনি যে সমব্যাথী হবেন, সেটাই স্বাভাবিক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.