স্টাফ রিপোর্টার: বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনে পরাজিত মুখ্যমন্ত্রীর ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন। সভাপতি পদে তিনি হারলেন ভারোত্তোলন সংস্থার কর্তা চন্দন রায়চৌধুরীর কাছে। অলিম্পিক সংস্থার নির্বাচনে স্বপন বন্দ্যোপাধ্যায় হারলেন ৪৫-২০ ভোটের ব্যবধানে। অ্যাসোসিয়েশনের দুই সদস্য ভোট দেননি।
শুক্রবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বঙ্গ অলিম্পিক সংস্থার নির্বাচন ছিল। চার বছর আগে এই নির্বাচনকে ঘিরে যথেষ্টই উন্মাদনা ছিল। বিশেষ করে সভাপতি পদের লড়াইকে ঘিরে। সেই পদে দাদা ও ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করেছিল গোটা ময়দান। দাদা অজিত বন্দ্যোপাধ্যায়কে সেই নির্বাচনে হারিয়ে বিওএ সভাপতি হয়েছিলেন ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়। এবারের নির্বাচনে অজিত বন্দ্যোপাধ্যায় না থাকলেও সভাপতির পদ নিয়ে লড়াইটা একইভাবে অব্যহত। ভাবা গিয়েছিল, এবারে যেহেতু অজিত বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতায় নেই, সেক্ষেত্রে স্বপন বন্দ্যোপাধ্যায়ের জয় সহজ হবে। কিন্তু তেমনটা হল না।
তাঁর বিপরীতে লড়াইয়ে ছিলেন ভারোত্তোলন সংস্থার কর্তা চন্দন রায়চৌধুরী। তিনিই শেষ পর্যন্ত হারিয়ে দিলেন স্বপন বন্দ্যোপাধ্যায়কে। শুক্রবার ভোটগণনার পর দেখা গেল স্বপনবাবু মাত্র ২০টি ভোট পেয়েছেন। সেখানে চন্দনবাবু পেয়েছেন ৪৫ ভোট। অর্থাৎ কার্যত একপেশেভাবেই পরাজিত হয়েছেন বাবুন।
অলিম্পিক সংস্থার নির্বাচনে বাবুনের পরাজয় তাঁর জন্য বড় ধাক্কা। এর ফলে ক্রীড়া প্রশাসন থেকে দূরত্ব আরও বাড়ল তাঁর। এর আগে হকি অ্যাসোসিয়েশনের সভাপতি পদও খুইয়েছেন তিনি। হকি বেঙ্গলের শীর্ষপদে বাবুনের বদলে এসেছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। এবার অলিম্পিক সংস্থার শীর্ষপদও হারাতে হল বাবুনকে। যদিও এখনও তিনি যুক্ত মোহনবাগানের সঙ্গে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.