Advertisement
Advertisement
FIDE Rating

মাত্র সাড়ে তিন বছরেই বিশ্বরেকর্ড, দাবায় ইতিহাস গড়ল বাংলার খুদে অনীশ

গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার ছাত্র অনীশ সরকার।

Anish Sarkar sets world record of youngest to achieve FIDE Rating
Published by: Anwesha Adhikary
  • Posted:November 1, 2024 3:47 pm
  • Updated:November 1, 2024 7:40 pm  

শিলাজিৎ সরকার: বয়স মাত্র তিন বছর ৮ মাস। তাতেই বিশ্বরেকর্ড গড়ে ফেলল বাংলার খুদে দাবাড়ু। উত্তর ২৪ পরগনার বাসিন্দা অনীশ সরকার জায়গা করে নিল ইতিহাসের পাতায়। কনিষ্ঠতম দাবাড়ু হিসাবে ফিডে রেটিং পেল বাংলার খুদে অনীশ। ভেঙে দিল তেজস তিওয়ারির রেকর্ড।

গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার ছাত্র অনীশ সরকার। এন্টালির সেন্ট জেমস স্কুলের পড়ুয়া। সবচেয়ে কম বয়সে ফিডে রেটিং অর্জন করে দাবার দুনিয়ায় হইচই ফেলে দিয়েছে এই খুদে। দাবার বর্তমান নিয়ম অনুযায়ী, ফিডে রেটিং অর্জন করতে হলে কোনও ফিডে রেটিং প্রাপ্ত দাবাড়ুকে হারিয়ে এক পয়েন্ট পেতে হবে। তার জন্য সর্বোচ্চ ২৬ মাস সময় দেওয়া হবে, পাঁচজন দাবাড়ুর বিরুদ্ধে খেলার সুযোগ দেওয়া হবে। তবে অক্টোবর মাসে তিনজনের বিরুদ্ধে খেলেই সেই লক্ষ্য পূরণ করে ফেলেছে সাড়ে তিন বছর বয়সি অনীশ।

Advertisement

গত মাসে রাজ্য স্তরের অনূর্ধ্ব ৯ এবং অনূর্ধ্ব ১৩ দুটি বিভাগের প্রতিযোগিতায় অংশ নিয়েছিল অনীশ। অনূর্ধ্ব ১৩ বিভাগে একটিও ম্যাচে জিততে পারেনি সে। অনূর্ধ্ব ৯ বিভাগে খেলতে নেমেও প্রথম ম্যাচে হারতে হয়। তবে সেখান থেকে দুরন্ত কামব্যাক খুদে অনীশের। পরপর দুই ম্যাচে ফিডে রেটিংপ্রাপ্ত দাবাড়ুকে চেকমেট করে সকলকে চমকে দেয় বাংলার দাবাড়ু। দুই পয়েন্ট পেয়ে ফিডে রেটিং অর্জন করা নিশ্চিত করে ফেলে সে।

অক্টোবরের প্রথম দিনেই প্রকাশিত হয়েছে নভেম্বরের ফিডে রেটিং। দেখা যাচ্ছে, ১৫৫৫ পয়েন্ট রয়েছে অনীশের নামের পাশে। এত কম বয়সে আর কোনও দাবাড়ু ফিডে রেটিং অর্জন করতে পারেনি। সর্বকনিষ্ঠ হিসাবে ফিডে রেটিং পাওয়ার বিশ্বরেকর্ড এতদিন ছিল ভারতেরই তেজস তিওয়ারির দখলে। গত বছরই মাত্র পাঁচ বছর বয়সে ফিডে রেটিং অর্জন করেছিল সে।

অনীশকে নিয়ে দিব্যেন্দু বড়ুয়া জানালেন, “ও ছমাস আগে আমাদের অ্যাকাডেমিতে আসে। প্রতিভাবান সেটা প্রথম সাক্ষাতেই বুঝতে পারি। তবে বয়স একদমই কম। অনেকটা পথ ওকে পাড়ি দিতে হবে। ফলে এখনই কিছু বলা ঠিক নয়।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement