Advertisement
Advertisement
Paris Olympics 2024

আরও এক পদকের সামনে তরুণ কুস্তিগির আমন, আর কোন ইভেন্টে ভালো ফল করতে পারে ভারত?

পারবেন কি আমন পদক আনতে?

Aman Sehrawat is looking for a medal in Paris Olympics 2024

পারবেন কি আমন?

Published by: Krishanu Mazumder
  • Posted:August 9, 2024 1:26 pm
  • Updated:August 9, 2024 1:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুস্তির ৫৭ কেজি ফ্রিস্টাইলের সেমিফাইনালে হেরে গিয়েছেন ভারতের কুস্তিগির আমন শেহেরাওয়াত। নির্ধারিত সময়ের বহু আগেই তিনি হার মানেন জাপানের রেই হিগুচির কাছে। he
শুক্রবার অলিম্পিকের ১৪-তম দিন। ব্রোঞ্জের লড়াইয়ে নামবেন পুয়ের্তো রিকার কুস্তিগির দারিয়ান ক্রুজের বিরুদ্ধে। ফলে কুস্তির ম্যাট থেকে ভারতের ঝুলিতে আসতে পারে আরও একটি পদক। সেই সম্ভাবনা রয়েছে। আমন কি দেশকে দিতে পারবেন আরও একটি পদক? 
গতকাল স্বপ্ন দেখিয়েছিলেন আমন। কিন্তু সেমিফাইনালে গিয়ে হার মানতে হয় তাঁকে। ভারতীয় সময় রাত ৯:৪৫ মিনিটে সেই লড়াই।

[আরও পড়ুন: ‘যে সোনা জিতেছে সেও আমারই ছেলে’, আর্শাদকে ভালোবাসায় ভরালেন নীরজের মা]

এদিকে মহিলাদের ৪X৪০০ মিটার রিলে রাউন্ড ১-এ নামবেন ভারতের জ্যোতিকা শ্রী ডান্ডি, মাচেত্তিরা পুভাম্মা, শুভা বেঙ্কটেশন, বীথি রামরাজ। দুপুর ২:১০ মিনিটে নামবেন তাঁরা। পুরুষদের ৪X৪০০ মিটার রিলে রাউন্ড-১-এ নামবেন ভারতের
অমল জেকব, মহম্মদ আজমল, মহম্মদ আনাস, রাজেশ রমেশ, সন্তোষ কুমার। দুপুর ২:৩৫ মিনিটে ট্র্যাক অ্যান্ড ফিল্ড বিভাগে নামবেন তাঁরা। গল্ফে নজরে রয়েছেন ভারতের অদিতি অশোক এবং দীক্ষা ডাগার।

Advertisement

 

[আরও পড়ুন: অদম্য শ্রীজেশে চক দে, অবসরের সিদ্ধান্ত বদলাচ্ছেন না শেষ প্রহরী

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement