Advertisement
Advertisement

Breaking News

খড়গপুর

তেলুগু ভাষায় দেওয়াল লিখে চমক খড়গপুরের সূর্যেন্দুর

তুলি ও রং দিয়ে দেওয়ালকে তিনি কথা বলান৷

Bengali Man paints wall in Telugu at Kharagpur in support of TMC
Published by: Subhamay Mandal
  • Posted:April 8, 2019 12:00 pm
  • Updated:April 8, 2019 12:00 pm  

অংশুপ্রতিম পাল, খড়গপুর: তেলুগু ভাষায় দেওয়াল লিখে চমকে দিলেন এক বাঙালি শিল্পী৷ এবারে লোকসভা নির্বাচনে খড়গপুর শহরের সতেরো নম্বর ওয়ার্ডের ছত্তিশপাড়া মাতা মন্দির এলাকায় তেলুগু ভাষায় একটি দেওয়াল লিখেছেন এই শিল্পী৷ নাম সূর্যেন্দু বিকাশ কর মহাপাত্র৷ বাড়ি মোহনপুর ব্লকের শিয়ালসাই গ্রাম পঞ্চায়েতের ফিংদাদ গ্রামে৷ তবে তিনি মানিক নামেই বেশি পরিচিত৷ তিনি জানালেন, তেলুগু ভাষায় প্রথম দেওয়াল লিখেছেন ২০১৫ সালে পুরসভা নির্বাচনে খড়গপুরের ১৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী দেবাশিস চৌধুরির হয়ে৷ একটাই দেওয়াল লিখেছিলেন সেই বছরে৷ তারপরে আবার এই লোকসভা নির্বাচনে দেওয়াল লেখার জন্য ডেকে আনেন কাউন্সিলর দেবাশিস চৌধুরি৷ এই সতেরো নম্বর ওয়ার্ডেই ফের একটি তেলুগু ভাষায় দেওয়াল লিখলেন৷ এবারে লিখলেন মেদিনীপুর কেন্দ্রে প্রার্থী মানস ভুঁইয়ার হয়ে৷

[আরও পড়ুন: ‘ভোট না দেওয়ার অধিকার প্রতিষ্ঠা করুন’, পোস্টার ঘিরে চাঞ্চল্য শহরে]

Advertisement

পেশায় শিল্পী এই যুবক জানালেন নির্বাচনের সময়ে দেওয়াল লেখার জন্য ডাক পড়ে৷ বিভিন্ন সংস্থার হয়ে তেলুগু ভাষায় দেওয়াল লিখলেও, লোকসভা ভোটে জেলায় প্রথম এই ভাষায় দেওয়াল লেখা হল। এক তেলুগুভাষী একটি কাগজে লিখে দিয়েছিলেন নামের বানানগুলি৷ সেই কাগজের লেখা ও নিজের শিল্পী সত্ত্বা মিলিয়ে দেওয়ালটা লিখেছেন৷ এছাড়া এই যুবক এক হাতে নয়৷ ডান ও বাম এই দুই হাতেই দেওয়াল লেখায় পারদর্শী৷ তুলি ও রং দিয়ে দেওয়ালকে তিনি কথা বলান৷ এই বিভিন্ন ভাষায় দেওয়াল লেখার জন্য তিনি কোনওদিন প্রথাগত শিক্ষা নেননি৷ আজ পর্যন্ত কোনও কর্মশালাতেও যাননি৷ নিজের প্রতিভা ও উদ্ভাবনী চিন্তা দিয়ে এই দেওয়াল লেখার কাজ করেন৷ পনেরো বছর ধরে এই পেশায় রয়েছেন মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের এই প্রাক্তন পড়ুয়াটি৷ এই দেওয়াল লেখাই এখন তাঁর রুজি রুটি৷

ছবি: সৈকত সাঁতরা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement