Advertisement
Advertisement
YouTuber

রেললাইনে সাইকেল, গ্যাস সিলিন্ডার, জ্যান্ত মুরগি! ইউটিউবারের কাণ্ডে দেশজুড়ে হইচই

ট্রেন যখন বিভিন্ন জিনিসের উপর দিয়ে যায়, সেই মুহূর্তের ভিডিও আপলোড করেন ইউটিউবার।

YouTuber Gulzar Sheikh's video about breaking objects on railway tracks
Published by: Kishore Ghosh
  • Posted:August 1, 2024 5:15 pm
  • Updated:August 1, 2024 5:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি একের পর এক রেল দুর্ঘটনা ঘটেছে দেশের নানা প্রান্তে। মৃত্যু হয়েছে অনেকের। মঙ্গলবারও হাওড়া থেকে মুম্বইগামী সিএসএমটি এক্সপ্রেস ঝাড়খণ্ডে লাইনচ্যুত হয়েছে। ওই ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। এর মধ্যেই এক ইউটিউবারের ভিডিও নিয়ে সমাজমাধ্যমে আলোড়ন শুরু হয়েছে। জনপ্রিয় ইউটিউবারকে গ্রেপ্তারির দাবি তুলেছেন অনেকে। কেন? রেল দুর্ঘটনার সঙ্গে ওই ইউটিউবারের সম্পর্ক কী?

আসলে ওই ইউটিউবারের যাবতীয় জারিজুরি রেললাইন এবং ট্রেন নিয়ে। যুবকের নাম গুলজার শেখ হলেও ‘ট্রেনওয়ালেভাইয়া’ নামেও পরিচিত। গুলজারের ইউটিউব চ্যানেলের নাম ‘গুলজার ইন্ডিয়ান হ্যাকার’। সেখানে যে ভিডিও আপলোড করা হয় তাতে দেখা যায়, রেললাইনের উপর বিভিন্ন জিনিস রাখেন গুলজার। ট্রেন যখন ওই জিনিসগুলির উপর চলে যায়, সেই মুহূর্তের ভিডিও আপলোড করেন ইউটিউব চ্যানেলে।

Advertisement

 

[আরও পড়ুন: লক্ষ্য-সিন্ধুদের হাত ধরে ব্যাডমিন্টনে পদকের হ্যাটট্রিকের লক্ষ্যে ভারত, স্বপ্নপূরণ করবে প্যারিস?]

সম্প্রতি এক্স হ্যান্ডেল ‘ট্রেনওয়ালেভাইয়া’র একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা গিয়েছে, রেললাইনের উপর সাইকেল, সাবান, পাথর, জ্যান্ত মুরগি, গ্যাস সিলিন্ডার ইত্যাদি রেখে ভিডিও করছেন গুলজার। ট্রেনের যাত্রীদের জন্য বিপজ্জনক সেই ভিডিও থেকেই মোটা টাকা আয় করেন গুলজার। এখনও পর্যন্ত নিজের চ্যানেলে ২৪৩টি ভিডিও আপলোড করেছেন তিনি। সেই সব ভিডিওর ভিউ প্রায় ১০ কোটি। গুলজারের চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ২ লক্ষ ৩৫ হাজার।

 

[আরও পড়ুন: বেআইনিভাবে ছবি ব্যবহার, অলিম্পিকে পদক জিতেই ২ ডজন সংস্থাকে আইনি নোটিস মনুর]

এখন গুলজারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে সোশাল মিডিয়ায়। নিন্দায় সরব হয়েছেন বহু মানুষ। রেল কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে। গুলজ়ারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার দাবি উঠেছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement