Advertisement
Advertisement

Breaking News

England

ক্লাস কেটে প্রিয় দলের ম্যাচে! স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে খুদেকে দেখেই কড়া শাস্তি স্কুলের

'মোটেই শাস্তি দেওয়া উচিত নয়', নেটদুনিয়ায় সরব ফুটবলপ্রেমীরা।

Young fan punished by school for being absent and going to match in England
Published by: Anwesha Adhikary
  • Posted:January 9, 2025 7:51 pm
  • Updated:January 9, 2025 7:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রিয় দলের খেলা। সেই ম্যাচ দেখতে গিয়ে স্কুল পালাতেও দ্বিধা করেনি খুদে পড়ুয়া। কাউকে কিচ্ছুটি না বলে সটান চলে গিয়েছিল স্টেডিয়ামে। কিন্তু সেই খেলা দেখতে যাওয়াই কাল। স্টেডিয়ামে বসে প্রিয় দলের জন্য গলা ফাটাতে গিয়েই ভাইরাল হয়ে গেল খুদের ভিডিও। সেই ভিডিওর সূত্রে ধরা পড়ে গেল স্কুল কাটার ‘কুকীর্তি’।

ব্যাপারটা ঠিক কী? দিনদুয়েক আগে কারাবাও কাপের সেমিফাইনালে মুখোমুখি হয় আর্সেনাল এবং নিউক্যাসল ইউনাইটেড। সেই ম্যাচ দেখতে এমিরেটস স্টেডিয়ামে হাজির হয় নিউক্যাসলের খুদে ভক্ত স্যামি। ওই ম্যাচে নিউক্যাসল ২-০ জিতে যায়। ২০১০ সালের পর এমিরেটস স্টেডিয়ামে এই প্রথমবার আর্সেনালের বিরুদ্ধে জিতল নিউক্যাসল। তাই লাফিয়ে উঠে, চিৎকার করে দলের জয় সেলিব্রেট করছিল খুদে স্যামি।

Advertisement

সেই উদ্দাম সেলিব্রেশনের ভিডিও ভাইরাল হয়। সেখানেই বিপত্তি। ভিডিও থেকেই স্যামির স্কুলের কর্তৃপক্ষ জানতে পারেন, কাউকে কিছু না বলে ক্লাস কেটেছে ওই খুদে। তাই শাস্তিমূলক পদক্ষেপ করল স্কুল। সটান স্যামির বাবা-মাকে জানিয়ে দেওয়া হল, ‘আইনবিরুদ্ধভাবে স্কুল কামাই করেছে স্যামি। লন্ডনের এক ফুটবল ম্যাচের ভিডিও দেখে এই বিষয়টি জানতে পেরেছে স্কুল কর্তৃপক্ষ।’ এই বিষয়টি নিয়ে আলোচনা করতে স্যামির বাবা-মাকেও ডেকে পাঠানো হয়েছে স্কুলে।

গোটা বিষয়টি প্রকাশ করা হয়েছে নিউক্যাসলের এক্স হ্যান্ডেলে। তারপর থেকেই ফুটবলপ্রেমীরা স্যামির পাশে দাঁড়িয়েছেন। অনেকেই বলছেন, একদিন প্রিয় দলের খেলা দেখতে যাওয়ার জন্য ছোট্ট স্যামিকে মোটেই শাস্তি দেওয়া উচিত নয়। আবার কারোওর মতে, স্কুলের খাতায় দারুণ অ্যাটেনডেন্স থাকার চেয়ে ঢের গুরুত্বপূর্ণ হল এমন দারুণ ম্যাচের সাক্ষী থাকা। শেষ পর্যন্ত স্যামিকে কী শাস্তি পেতে হল, তা এখনও জানা যায়নি। কিন্তু খুদে ভক্তের এমন কাণ্ডে আপ্লুত নিউক্যাসল শিবির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement