Advertisement
Advertisement

শতায়ুতে স্কাই ডাইভ! বিশ্বরেকর্ড অস্ট্রেলিয়ার বৃদ্ধার

ভিডিও দেখলে চমকে যাবেন৷

World's Oldest Skydiver
Published by: Tanujit Das
  • Posted:December 12, 2018 9:24 pm
  • Updated:December 12, 2018 9:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংরেজিতে একটা কথা প্রচলিত রয়েছে ‘Age is just a number’৷ বারবারই এর সত্যতা প্রমাণিত হয়েছে৷ এখনও কম বয়সের খুদেরা অন্যান্যদের চমকে দিয়েছেন৷ আবার কখনও বয়স্করা সকলকে অবাক করেছেন৷ ঠিক আবারও যেমনটা করলেন শতায়ু বৃদ্ধা ইরেনে ওসেয়া৷ কী করলেন তিনি? ঝাঁপ দিলেন রহস্য-রোমাঞ্চের খোঁজে৷ গড়লেন বিশ্বরেকর্ড৷

[সিল করা প্যাকেট খুলে খাবার খেয়ে নিচ্ছেন ডেলিভারি বয়! ভাইরাল ভিডিও]

Advertisement

১০২ বছরের ইরেনে ওসেয়া অস্ট্রেলিয়ার বাসিন্দা৷ কিন্তু জীবনকে চুটিয়ে উপভোগ করার ইচ্ছা এখনও হারাননি তিনি৷ তাই তো এই বয়সেও আকাশে উড়তে চেয়েছিলেন ইরেনে। আর কী! যেমন ভাবনা তেমন কাজ৷ তড়িঘড়ি স্কাই ডাইভিং করতে চলে গেলেন বৃদ্ধা৷ তাও আবার ১৪ হাজার ফুট থেকে৷ জানা গিয়েছে, ইরেনের ইচ্ছা শুনে প্রথমে কিছুটা থতমত খেয়ে গিয়েছিলেন প্রশিক্ষকও৷ দুর্ঘটনার ঘটে যাওয়ার আশঙ্কায় সটাং ‘না’ বলে দিয়েছিলেন তিনি৷ তবে নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন ইরেনে৷ ফলে অবশেষে হার মানতেই হল সেই প্রশিক্ষককে৷

[OMG! এ দেশে বিনামূল্যে বিলিয়ে দেওয়া হচ্ছে পরিত্যক্ত বাড়ি!]

ইরেনেকে সঙ্গে নিয়েই বিমান থেকে ঝাঁপ দিলেন প্রশিক্ষকও৷ আকাশে ভেসে থাকলেন দু’জনে৷ অবশেষে ২২০ কিলোমিটার গতিবেগে নিচে নেমে এলেন তাঁরা৷ মাটিতে পা রেখে স্বভাবতই অভিভূত ইরেনে৷ তিনি বলেন, ” কিছুই না শুধু একটু শীত করছিল৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement