Advertisement
Advertisement
Blue diamond

নিলামে বাজিমাত বিশ্বের সবচেয়ে বড় নীল হিরের, কত দামে বিক্রি হল? জেনে অবাক হবেন

এযাবৎ নিলামে ওঠা সবচেয়ে বড় হিরে এটাই।

World's largest blue diamond to come to auction has sold for $57.5 million। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:April 28, 2022 5:41 pm
  • Updated:April 28, 2022 5:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৃথিবীর সবচেয়ে বড় নীল হিরে (Blue diamond) বিক্রি হল ৫৭.৫ মিলিয়ন ডলারে। ভারতীয় মুদ্রায় যার মূল্য ৪৫০ কোটি টাকা। কয়েকদিন আগেই নিলামে তোলা হয়েছিল হিরেটিকে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, চার ধনকুবের ছিলেন হিরেটি কেনার দৌড়ে। শেষ পর্যন্ত ৮ মিনিটের দর কষাকষির পরে বিপুল মূল্যে বিক্রি হয়ে যায় হিরেটি।

হিরেটির নাম ‘দ্য ডি বিয়ার্স কুল্লিনান ব্লু’। ১৫.১০ ক্যারেটের হিরেটির আনুমানিক মূল্য ধরা হয়েছিল ৪৮ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৩৬৪ কোটি টাকা। কিন্তু হিরেটি কেনার ইঁদুরদৌড়ের ধাক্কায় সেই অনুমানকে ছাপিয়ে আরও বেশি টাকায় বিক্রি হল ঝকঝকে হিরেটি। নিলামকারী সংস্থার দাবি, এযাবৎ নিলামে ওঠা সবচেয়ে বড় হিরে এটাই।

Advertisement

[আরও পড়ুন: ‘আমি এখনও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখি’, হঠাৎ কেন এমন বললেন মায়াবতী?]

কে কিনলেন এই হিরে? তা অবশ্য জানা যায়নি। এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি টেলিফোনেই সর্বোচ্চ দর হাঁকিয়ে বাজিমাত করেন। বিরল এই হিরেটি ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার কালিনান খাদান থেকে উদ্ধার হয়েছিল। রঙিন হিরের মধ্যে এটাই সর্বোচ্চ র‌্যাঙ্ক পেয়েছিল।
এখনও পর্যন্ত ১০ ক্যারেটের বেশি হিরের মধ্যে মাত্র পাঁচটিকেই নিলামে তোলা হয়েছে। কিন্তু তাদের মধ্যে ‘দ্য ডি বিয়ার্স কুল্লিনান ব্লু’ ছাড়া কোনও হিরেই ১৫ ক্যারেটের উপরে নয়। সেই হিসেবে নিলামে তোলা হিরেগুলির মধ্যে সবচেয়ে বড় এটাই।

তবে নিলামে প্রত্যাশিত দামকে ছাপিয়ে গেলেও শেষ পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি হিরে হওয়ার রেকর্ড কিন্তু গড়া হল না এই নীল হিরের। বিশ্বরেকর্ড এখনও রয়ে গিয়েছে ‘ওপেনহাইমার ব্লু’-এর কাছেই। ১৪.৬২ ক্যারেটের ওই হিরে বিক্রি হয়েছিল ২০১৬ সালে। তার বিক্রীত মূল্য ছিল ‘দ্য ডি বিয়ার্স কুল্লিনান ব্লু’র চেয়ে ১৪.৬২ কোটি টাকা বেশি।

[আরও পড়ুন: ৩ জন দেহরক্ষী থাকার পরেও প্রাণহানির আশঙ্কা, নিরাপত্তা বাড়ানোর দাবি তৃণমূল বিধায়কের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement